টানা দ্বিতীয় জয় পেল মুক্তিযোদ্ধা

ক্রীড়া প্রতিবেদক | বৃহস্পতিবার , ৫ অক্টোবর, ২০২৩ at ৫:২৪ পূর্বাহ্ণ

ড্র দিয়ে লিগ শুরু। এরপর হার। বেশ চাপে পড়া মুক্তিযোদ্ধা সংসদ ঘুরে দাড়ায় তৃতীয় ম্যাচে এসে। চ্যাম্পিয়ন মাদারবাড়ি মুক্তকন্ঠ ক্লাবকে পরাজিত করে লিগে প্রথম জয়ের স্বাদ পেয়েছিল লাল জার্সি ধারীরা। গতকাল সে জয়ের ধারা অব্যা্‌হত রেখেছে মুক্তিযোদ্ধা। এবার তারা হারিয়েছে কাস্টমস এস সি কে। এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটিতে একাধিক সুযোগ হাতছাড়া করার পর শেষ পর্যন্ত এক গোলের জয়ে পুরো তিন পয়েণ্ট নিয়ে মাঠ ছেড়েছে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র। এই জয়ের ফলে চার ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে রয়েছে যৌথভাবে পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে। বৃষ্টি ভেজা কাদা মাঠে দু দলের খেলোয়াড়রা স্বাভাবিক খেলাটা খেলতে পারেনি। বাড়তি পরিশ্রম করে খেলতে হয়েছে তাদের। আর সে ভারী মাঠে বেশ কয়েকটি সুযোগ পেলেও একটি মাত্র কাজে লাগাতে পেরেছে মুক্তিযোদ্ধা। আর তাতেই জয়ে নিয়ে মাঠ ছাড়ে তারা।

খেলার শুরু থেকেই বল দখল এবং আক্রমনে যাওয়ার চেষ্টা করে মুক্তিযোদ্ধা। আর সে কাজে তারা বেশ সফল তেমনটি বলাও যাবে। যদিও গোল করার তেমন সুযোগ আসছিলনা। ফলে প্রথমার্ধে গোল পায়নি মুক্তিযোদ্ধা। যদিও এই অর্ধের ৩৭ মিনিটে এগিয়ে যেতে পারতো মুক্তিযোদ্ধা। কিন্তু তাদের হতাশ করেন কাস্টমস এস সির গোল রক্ষক। ডি বঙের বাইরে থেকে দুর্দান্ত এক শটি নিয়েছিলেন মুক্তিযোদ্ধার জিসান। কিন্তু বল একেবারে গোলে ঢুকার মুহুর্তে দারুন দক্ষতায় কর্নারের বিনিময়ে রক্ষা করেন কাস্টমস গোল রক্ষক। নিশ্চিত এই গোলের সুযোগ হাতছাড়া করে বিরতিতে যায় মুক্তিযোদ্ধা। বিরতি থেকে বিশেষ করে বদলী হিসেবে শাহজাহান নামার পর আক্রমনের ধার বাড়তে থাকে মুক্তিযোদ্ধার। আর সে সুবাধে দ্বিতীয়ার্ধের ১২ মিনিটে গোল পেয়ে যায় সেই শাহজাহানের কল্যানে। একটি সংঘবদ্ধ আক্রমন থেকে গোলে শট নিয়েছিলেন মুক্তিযোদ্ধার এক স্ট্রাইকার। বল গোলে ঢুকার মুহুতে ফিরিয়ে দেন কাস্টমস গোল রক্ষক। কিন্তু ফিরতি বলে কোনাকোনি শটে বল জালে জড়িয়ে দেন শাহজাহান। এগিয়ে যাওয়ার উল্লাসে মাতে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র। এরপর আক্রমণের ধার আরো বাড়ায় মুক্তিযোদ্ধা। কিন্তু কাস্টমসের গোল মুখে গিয়ে মুখ থুবড়ে পড়ে সব আক্রমণ। দ্বিতীয়ার্ধের ৪১ মিনিটে সবশেষ সুযোগটি পেয়েছিল মুক্তিযোদ্ধা ব্যবধান দ্বিগুন করার। এবার ডিবক্সের ভেতর থেকে শাহজাহানের শট আরো একবার কর্নারের বিনিময়ে রক্ষা করেন কাস্টমস গোল রক্ষক। ফলে ১০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র। এদিকে এই হারের ফলে চার ম্যাচের সবকটিতেই হারল কাস্টমস এস সি। গতকালের ম্যাচে সেরা খেলোয়াড় নির্বা্‌চিত হয়েছেন বিজয়ী দল মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রের শাহজাহান আহমদ। তার হাতে পুরষ্কার তুলে দেন চট্টগ্রাম জেলা ফুটবল এসোসিয়েশনের কাউন্সিলর আলি আকবর।

আজ লিগে একটি মাত্র খেলা অনুষ্ঠিত হবে। বিকেল সোয়া তিনটায় ম্যাচটিতে মুখোমুখি হবে ব্রাদার্স ইউনিয়ন এবং চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ক্রীড়া সংস্থা ।

পূর্ববর্তী নিবন্ধবিশ্বকাপে বাংলাদেশ দলকে শুভ কামনা তামিম ইকবালের
পরবর্তী নিবন্ধসিএসইতে লেনদেন ২২.৮৬ কোটি টাকা