হার দিয়ে বিপিএল শুরু করা চিটাগাং কিংস দ্বিতীয় ম্যাচেই ফিরেছিল দুর্দান্ত রূপে। দুর্বার রাজশাহীকে উড়িয়ে দিয়ে প্রথম জয় তুলে নেওয়া চিটাগাং গতকাল তুলে নিল আরো একটি জয়। এবার ঢাকা ক্যাপিটালসকে ৭ উইকেটে হারিয়েছে চিটাগাং। এই পরাজয়ের ফলে টানা পঞ্চম ম্যাচে হারল ঢাকা। বিফলে গেল সাব্বির রহমানের ঝড়ো ব্যাটিং। দুর্দান্ত দলীয় পারফরম্যান্সে চিটাগাং এগুচ্ছে ধীরলয়ে। ১৭৭ রান করেও জিততে পারল না ঢাকা।
টসে হেরে ব্যাট করতে নামা ঢাকা ক্যাপিটালস দ্বিতীয় ওভারেই হারায় জেসন রয়কে। দ্বিতীয় উইকেটে তানজিদ তামিম এবং স্টিফেন এসকিনাজি ৪২ রান যোগ করেন। যাতে স্টিফেনের অবদান মাত্র ৫ রান। শাহাদাত হোসেন দিপু ফিরেন ৯ রান করে। দুজনকে ফেরান পেসার খালেদ আহমেদ। এরপর ৬৩ রানের জুটি গড়েন তানজিদ এবং সাব্বির রহমান। দুজনেই তুলে নেন হাফ সেঞ্চুরি। ৪৮ বলে ৪ টি চার এবং ২ টি ছক্কার সাহায্যে ৫৪ রান করা তানজিদকে ফিরিয়ে এ জুটি ভাঙেন মোহাম্মদ ওয়াসিম। এরপর কেবলই সাব্বির ঝড়। তার দুর্দান্ত ব্যাটিংয়ে ১৭৭ রান সংগ্রহ করে ঢাকা ক্যাপিটালস। ৩৩ বলে ৩টি চার এবং ৯ টি ছক্কার সাহায্যে ৮২ রান করে অপরাজিত ছিলেন সাব্বির। চিটাগাং কিংসের পক্ষে ২১ রানে ৩ টি উইকেট নিয়েছেন খালেদ আহমেদ।
জবাব দিতে নামা চিটাগাং কিংসকে ভালো সূচনা এনে দেন পারভেজ হোসেন ইমন এবং ওসমান খান। দুজন মিলে ৫৫ রান যোগ করেন। ১৭ রান করা পারভেজ ফিরলে ভাঙ্গে এ জুটি। দ্বিতীয় উইকেটে আরো ৫১ রান যোগ করেন ওসমান খান এবং গ্রাহাম ক্লার্ক। আগের ম্যাচে দুর্দান্ত সেঞ্চুরি করা ওসমান খান এই ম্যাচে ফিরেছেন ৫৫ রান করে। তার ৩৩ বলের ইনিংসে ৭টি চার এবং ৩ টি ছক্কা মেরেছেন। তৃতীয় উইকেটে গ্রাহাম ক্লার্ক এবং অধিনায়ক মোহাম্মদ মিথুন মিলে যোগ করেন ৩৮ রান। ৩২ বলে ৩৯ রান করা ক্লার্ককে ফিরিয়ে এ জুটি ভাঙ্গেন মোসাদ্দেক সৈকত। শামীম হোসেনকে নিয়ে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন মিথুন। ৩ বল বাকি থাকতে জয় নিশ্চিত করে চিটাগাং কিংস। মিথুন অপরাজিত ছিলেন ২২ বলে ৩৩ রান করে। তিনি ২টি করে চার আর ছক্কা মেরেছেন। শামীম হোসেন অপরাজিত ছিলেন ১৪ বলে ৩০ রান করে।