টানা দুদিন মৃত্যুহীন দেশে নতুন শনাক্ত ১২১

| বুধবার , ২৩ মার্চ, ২০২২ at ৯:১৬ পূর্বাহ্ণ

সারাদেশে গত এক দিনে আরও ১২১ জন কোভিড রোগী শনাক্ত হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত এক দিনে শনাক্ত রোগীদের নিয়ে মহামারীর মধ্যে এ পর্যন্ত শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে ১৯ লাখ ৫০ হাজার ৮৪৬ জন হয়েছে। টানা দ্বিতীয় দিনের মত দেশের কোনো জেলা থেকে করোনাভাইরাসে কারও মৃত্যুর খবর আসেনি। ফলে মহামারীতে মোট মৃত্যুর সংখ্যা আগের মতই ২৯ হাজার ১১৭ জনে রয়েছে। খবর বিডিনিউজের।
গত কয়েকদিন ধরেই শনাক্ত রোগীর সংখ্যা এবং দৈনিক মৃত্যু কম হচ্ছে। গত বছরের ৮ ডিসেম্বরের পর গত ১৬ মার্চ একদিনে কারও মৃত্যু না হওয়ার খবর দেয় স্বাস্থ্য অধিদপ্তর। ওই সময় টানা তিনদিন কারও মৃত্যু হয়নি। এরপর ১৮ মার্চ দুজন, ২০ মার্চ ৩ জনের মৃত্যুর খবর আসে করোনাভাইরাসে। এখন টানা দুদিন মৃত্যুহীন থাকল স্বাস্থ্য অধিদপ্তরের দৈনিক বুলেটিন।
সরকারি হিসাবে গত এক দিনে সেরে উঠেছেন আরও এক হাজার ২৩৪ জন। তাদের নিয়ে এ পর্যন্ত ১৮ লাখ ৭২ হাজার ৮৪৫ জন সুস্থ হয়ে উঠলেন। গত একদিনে নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার দাঁড়িয়েছে ১ দশমিক ১১ শতাংশ। মহামারীর মধ্যে সার্বিক শনাক্তের হার ১৪ দশমিক ২০ শতাংশ। আর মৃত্যুর হার ১ দশমিক ৪৯ শতাংশ।

পূর্ববর্তী নিবন্ধআইআইইউসির ভর্তি পরীক্ষায় দেড় হাজার শিক্ষার্থীর অংশগ্রহণ
পরবর্তী নিবন্ধকোতোয়ালী থানার নতুন ওসি জাহেদুল কবির