টানা দু’দিন চট্টগ্রামে করোনা শূন্য

আজাদী অনলাইন | রবিবার , ২০ নভেম্বর, ২০২২ at ১২:৫৬ অপরাহ্ণ

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় কারো দেহে করোনাভাইরাসের জীবাণু পাওয়া যায়নি। এর আগে গতকাল শনিবারও (১৮ নভেম্বর) চট্টগ্রামে কারো দেহে করোনার জীবাণু পাওয়া যায় নি বলে জানিয়েছিল সিভিল সার্জন কার্যালয়।

রবিবার (২০ নভেম্বর) চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ের প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদনে আরও জানা যায়, চট্টগ্রামে ৮টি ল্যাবে ৬৮টি নমুনা পরীক্ষা করে কারো দেহে করোনাভাইরাসের জীবাণু পাওয়া যায় নি। চট্টগ্রামে এখন পর্যন্ত ১ লাখ ২৯ হাজার ৪৯৬ জনের করোনা শনাক্ত হয়েছেন। এদের মধ্যে নগরীর বাসিন্দা ৯৪ হাজার ৪২১ জন। বাকিরা বিভিন্ন উপজেলার।

করোনায় আক্রান্ত হয়ে চট্টগ্রামে মোট এক হাজার ৩৬৮ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৭৩৭ জন নগরীর বাসিন্দা। আর বিভিন্ন উপজেলায় মৃত্যু হয়েছে ৬৩১ জনের।

২০২০ সালের ৩ এপ্রিল চট্টগ্রামে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ৯ এপ্রিল ভাইরাসটিতে আক্রান্ত হয়ে প্রথম কোনো ব্যক্তি মারা যান।

পূর্ববর্তী নিবন্ধনয়াপল্টনে বিএনপির দুই গ্রুপে সংঘর্ষ
পরবর্তী নিবন্ধমীরসরাইয়ের ৪টিসহ অর্ধশতাধিক শিল্প ইউনিট উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী