টানা দুইদিনের অভিযানে নগরীর বহুল আলোচিত তুলাতলী বস্তির ১৪শ’ বস্তিঘর উচ্ছেদ করা হয়েছে। রবিবারের মতো গতকাল সোমবারও রেলওয়ে পূর্বাঞ্চলের বিভাগীয় ভূ-সম্পত্তি বিভাগ সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত এ উচ্ছেদ অভিযান চালায়।
গতকালের অভিযানে ৫৬৫টি অবৈধ সেমিপাকা-টিনশেড ঘর উচ্ছেদ করা হয়। অভিযানে বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য উপস্থিত ছিলেন। এর আগের দিন রবিবারের দিনব্যাপী উচ্ছেদ অভিযানে ৮৩৭টি কঁাঁচা-পাকা অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে রেলওয়ে। অভিযানে ১ দশমিক ৭৭ একর রেলওয়ের জমি অবৈধ দখলদারদের কাছ থেকে দখল মুক্ত করা হয়। দুইদিনের উচ্ছেদ অভিযানে ৩ হাজার ৬৫০ জন অবৈধ দখলদারের কাছ থেকে ৩ দশমিক ৩০ একর জমি উদ্ধার করে রেলওয়ে ভূ-সম্পত্তি বিভাগ।
রেলওয়ে সূত্রে জানা যায়, রেলওয়ে পূর্বাঞ্চলের সদর দফতর সিআরবি সংলগ্ন তুলাতলী (গোয়ালপাড়া) এলাকায় ৩ হাজার ৬৫০ জন অবৈধ দখলদার রেলওয়ের জায়গায় বিপুল পরিমাণ জমি বছরের পর বছর অবৈধভাবে দখলে নিয়ে বসতঘর ও দোকানপাট গড়ে তুলে বাণিজ্য করে আসছে।
অভিযানে অংশ নেয়া রেলওয়ে পূর্বাঞ্চলের বিভাগীয় ভূ-ম্পত্তি কর্মকর্তা মাহবুব উল করিম আজাদীকে জানান, আমরা দুইদিনের অভিযানে তুলাতলী বস্তি পুরোপরি উচ্ছেদ করেছি। পার্শ্ববর্তী মালিপাড়া এবং গোয়ালপাড়ায় আরো দুটি বস্তি রয়ে গেছে। পরবর্তীতে তারিখ নির্ধারণ করে আমরা এই দুটি বস্তি উচ্ছেদ করবো। উচ্ছেদ অভিযানে আরও উপস্থিত ছিলেন রেলওয়ে পূর্বাঞ্চলের বিভাগীয় বৈদ্যুতিক কর্মকর্তা শাকের আহমেদ, রেলওয়ে নিরাপত্তা বাহিনীর কমান্ডেন্ট শফিকুর রহমান, সহকারী ভূ-সম্পত্তি কর্মকর্তা মো. শহিদুজ্জামান প্রমুখ।
উল্লেখ্য, গত ৭ মার্চ তুলাতলী এলাকায় বস্তিতে রেলের অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়ে স্থানীয় দখলদারদের হামলায় রেলের এক প্রকৌশলীসহ ৮ জন আহত হয়েছিল।












