টানা তৃতীয়বার ক্রোয়েট দুই ভাইয়ের রোয়িংয়ে স্বর্ণ জয়

| রবিবার , ৪ আগস্ট, ২০২৪ at ৭:১৭ পূর্বাহ্ণ

ক্রোয়েশিয়ান দুই ভাই মার্টিন ও ভালেন্ট সিনকোভিচ টানা তৃতীয় অলিম্পিক গেমসের রোয়িং ইভেন্টে স্বর্ণ জয়ের কৃতিত্ব দেখিয়েছেন। মাত্র ০.০৪৫ সেকেন্ডের ব্যবধান তারা ব্রিটিশ জুটি অলিভার ওয়ানেগ্রিফিথ ও টম জর্জকে পিছনে ফেলেছেন। ২০১২ লন্ডন অলিম্পিকে রৌপ্য পাবার পর মার্টিন ও ভালেন্টকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি। ২০১৬ রিও গেমসের পাঁচ বছর পর টোকিওতে তারা প্রথম হন। টানা তৃতীয় স্বর্ণ জয়ের পর ৩৬ বছর বয়সী ভালেন্ট বলেছেন, তিনটি স্বর্ণ জয়ের পিছনের গল্প সম্পূর্ণ ভিন্ন। রিওতে প্রথম জিতেছিলাম, সব প্রথমই বিশেষ কিছু। যে কারণে ঐ পদকটি সবসময়ই বিশেষ হয়েই থাকবে। ভিন্ন ডিসিপ্লিনে টোকিওতে স্বর্ণ জয় করি। আর এ বছরের পদকটা আরো কিছুটা ভিন্ন।

পূর্ববর্তী নিবন্ধব্রাদার্স ইউনিয়ন ফুটবল দলের অনুশীলন শুরু
পরবর্তী নিবন্ধরাউজানে শহীদ কমিশনার এসকান্দর হোসেন ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন