টানা তিন জয়ে সেমিফাইনালে চট্টগ্রাম

ইয়ং টাইগার্স অনূর্ধ্ব-১৮ ক্রিকেট চ্যাম্পিয়নশিপ

ক্রীড়া প্রতিবেদক | সোমবার , ২৯ ডিসেম্বর, ২০২৫ at ১১:১০ পূর্বাহ্ণ

বাংলাদেশ ক্রিকেট বোর্ড আয়োজিত ইয়ং টাইগার্স অনূর্ধ্ব১৮ জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশিপের বিভাগীয় পর্যায়ে সেমিফাইনালে উত্তীর্ণ হয়েছে চট্টগ্রাম জেলা দল। গতকাল রোববার চাঁদপুর স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় তারা ৮ উইকেটে ব্রাহ্মণবাড়িয়া জেলা দলকে পরাজিত করে। এতে করে টানা তিন জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয় চট্টগ্রাম। আগামী ৩০ ডিসেম্বর সেমিফাইনালে তারা কুমিল্লার মুখোমুখি হবে। খেলাটি অনুষ্ঠিত হবে হাটহাজারীস্থ কন্টিনেন্টাল স্পোর্টস কমপ্লেক্সে। গতকাল টসে জিতে চট্টগ্রাম প্রথমে ব্যাট করতে পাঠায় ব্রাহ্মণবাড়িয়াকে। ব্রাহ্মণবাড়িয়া ৩৪.১ ওভার খেলে ১০৭ রান করে সবাই আউট হয়ে যায়। দলীয় ১০ রানেই উদ্বোধনী জুটি ভাঙ্গে ব্রাহ্মণবাড়িয়ার। ৩৪ রানে মোট চার উইকেটের পতন হয় তাদের। ৫ম উইকেট জুটি ৪০ রান যোগ করে। দলের পক্ষে ওপেনার শাহ মোহাম্মদ সাদমান ১৩,সাইফুল ইসলাম ১৬,মেহেদি হাসান ১৬ রান করেন। নবম ব্যাটার আনাস আহমদের ব্যাট থেকে আসে ১৫ বলে ২২ রান। ৩টি চার এবং ১টি ছক্কা হাঁকান তিনি। সর্বাধিক রান আসে অতিরিক্ত ২৮ রান থেকে। চট্টগ্রামের ফাইরিব হুমায়ুন অহন ৬ ওভার বল করে ৩ মেডেনে ৪ রান দিয়ে ৩টি উইকেট তুলে নেন। আশরাফুল ইসলামও ৩৭ রান দিয়ে ৩টি উইকেট শিকার করেন। এছাড়া কাজী আবদুল্লাহ সায়েম ২টি এবং আরাফ হোসেন ১টি উইকেট লাভ করেন। জবাবে চট্টগ্রাম অনায়াস জয় তুলে নেয় ২ উইকেট খরচ করে। দুই ওপেনার মো. আবিদ এবং মো. সিয়ামুল আওয়াল উদ্বোধনী জুটিতে ৭৪ রান তুলে বিচ্ছিন্ন হন। তারা যথাক্রমে ৩২ এবং ২৮ রান করেন। এরপর ফাইরিব হাসান অহন অপ. ১২ এবং মো. ওয়াহিদ মুরাদ চৌধুরী অপ.১১ রান করে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন। অতিরিক্ত থেকে জমা হয় ২৬ রান। তাতে করে চট্টগ্রামের সংগ্রহ হয় ১০৯ রান। ব্রাহ্মণবাড়িয়ার পক্ষে সাকিব আল জামান এবং মেহেদি হাসান ১টি করে উইকেট নেন।

পূর্ববর্তী নিবন্ধজিয়া ভেটার্ন ফুটবল টুর্নামেন্টে শামসুল হক স্মৃতি সংসদের জয়
পরবর্তী নিবন্ধত্রিতরঙ্গের সাংস্কৃতিক অনুষ্ঠান