টানা চতুর্থবার আওয়ামী লীগ

১৫ জানুয়ারির মধ্যেই নতুন মন্ত্রিসভা বিরোধী দলে কে

| মঙ্গলবার , ৯ জানুয়ারি, ২০২৪ at ৯:১৩ পূর্বাহ্ণ

আওয়ামী লীগের নৌকা যে টানা চতুর্থবার জয়ের বন্দরে ভিড়তে যাচ্ছে, তা নিয়ে কোনো সংশয় কারো ছিল না। জল্পনাকল্পনা ছিল দ্বিতীয় অবস্থান নিয়ে, সেখানে চমক দেখালেন আওয়ামী লীগেরই স্বতন্ত্ররা। বিএনপিসহ নিবন্ধিত ১৫টি দলের বর্জনের মধ্যে তুলনামূলকভাবে কম ভোটারের উপস্থিতিতে শান্তিপূর্ণ নির্বাচনে আবারও দুই তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে আওয়ামী লীগ। ভোট হওয়া ২৯৯ আসনের মধ্যে ২২২টি পেয়ে টানা চতুর্থবার সরকার গঠন করতে যাচ্ছে দলটি। দ্বিতীয় সর্বোচ্চ আসন পেয়েছেন স্বতন্ত্র প্রার্থীরা, যাদের প্রায় সবাই আওয়ামী লীগের নেতা। ৬২ আসনে স্বতন্ত্র প্রার্থীদের বিজয়ী ঘোষণা করা হয়েছে।

এদিকে গতকাল সোমবার বিকেলেই বিজয়ী প্রার্থীদের নামের তালিকা বিজি প্রেসে পাঠানো হয়েছে। আজ মঙ্গলবারের মধ্যে গেজেট ইসির হাতে পৌঁছাতে পারে। আইন অনুযায়ী, গেজেট প্রকাশের তিন দিনের মধ্যে সংসদ সদস্যদের শপথ নিতে হবে। মন্ত্রিপরিষদ বিভাগ এবং জাতীয় সংসদ সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, বৃহস্পতিবার নবনির্বাচিত এমপিদের শপথ অনুষ্ঠিত হতে পারে। শপথ নেওয়ার সব আয়োজনের প্রস্তুতি চলছে। নবনির্বাচিত সংসদ সদস্য এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ সচিবালয়ে সাংবাদিকদের বলেন, আগামী ১৫ জানুয়ারির মধ্যেই নতুন মন্ত্রিসভা গঠিত হতে পারে।

গত দুই সংসদে প্রধান বিরোধী দলের আসনে বসা জাতীয় পার্টি শেষ পর্যন্ত ১১ আসনে জয় পেয়েছে। যে ২৬ আসনে আওয়ামী লীগ লাঙ্গলকে ছাড় দিয়েছিল, তার অর্ধেকের বেশি আসন তারা খুইয়ে বসেছে। আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলের শরিকদের মধ্যে জাসদ একটি, ওয়ার্কার্স পার্টি একটি এবং একসময় বিএনপির জোটে থাকা কল্যাণ পার্টি একটি আসনে জয় পেয়েছে। একটি কেন্দ্র স্থগিত থাকায় ময়মনসিংহ(গৌরীপুর) আসনের ফল স্থগিত রেখেছে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়। সেই আসনেও আওয়ামী লীগের প্রার্থী এগিয়ে আছেন। খবর বিডিনিউজ ও বাংলানিউজের।

লাঙ্গলে প্রতীকে জয়ী ১১টি আসন নিয়ে দৃশ্যত আবারও সংসদে বিরোধী দলের আসনে বসতে যাচ্ছে জাতীয় পার্টি। তবে সংখ্যায় তাদের পাঁচ গুণ বেশি স্বতন্ত্ররা সম্ভাব্য ওই তকমাকে প্রশ্নবিদ্ধ করবে।

ভোটে না আসায় দেশের অন্যতম বড় দল বিএনপি দশম সংসদের মতোই সংসদের বাইরে থেকে যাচ্ছে। ভোট প্রত্যাখ্যান করে আন্দোলনে থাকা দলটির নেতা মঈন খান বলেছেন, তাদের ভোট বর্জন সফল হয়েছে।

আওয়ামী লীগের স্বতন্ত্রদের দাপটে লাঙ্গলের দুর্দশা বুঝতে পেরে জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের ভোটের মাঝপথেই বলেছিলেন, আমাদেরকে ভোটে নিয়ে এসে কোরবানি দিয়ে একদলীয় শাসনব্যবস্থা চালু করা হয় কিনা সেটা নিয়ে আমরা শঙ্কিত।

আর আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা দিনের শুরুতেই ভোট দিয়ে বলেছিলেন, নৌকার জয় হবেই, কোনো সন্দেহ তার নেই। আজকে নির্বাচনটা যে আমরা সুষ্ঠুভাবে করতে পারছি, সেজন্য আমি আমার দেশের মানুষের প্রতি, দেশের জনগণের প্রতি কৃতজ্ঞতা জানাই, বলেছিলেন তিনি।

যেমন ভোট হলো : দেড় দশকের অর্থনৈতিক অগ্রগতির ধারা বজায় রেখে ২০৪১ সালের মধ্যে উন্নতসমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখিয়ে টানা চতুর্থবার সরকার গঠনের জন্য ভোটের আগে নৌকায় ভোট চেয়েছিলেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। বিএনপি ও তার মিত্রদের ডাকা হরতালের মধ্যে রোববার সকাল ৮টা থেকে দ্বাদশ জাতীয় নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়; বিকাল ৪টা পর্যন্ত দেশের ২৯৯ আসনের ৪২ হাজার ভোটকেন্দ্রের মধ্যে সাতটির ভোটগ্রহণ স্থগিত করে নির্বাচন কমিশন।

ইসি সচিব জাহাংগীর আলম জানিয়েছেন, জাল ভোট পড়ায় এবং ভাঙচুর হওয়ায় এসব কেন্দ্রের ভোট বাতিল হয়েছে। বিকালে এক ব্রিফিংয়ে তিনি বলেন, ছোটখাটো ৩০৩৫টি জায়গায় ভোটকেন্দ্রের বাইরে ধাওয়াপাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। কোথাও আমাদের পুলিশ অফিসারের গাড়ির গ্লাস ভাঙচুর করা হয়েছে। কোথাও ভোটকেন্দ্রের পাশে ককটেল ফোটানো হয়েছে। আমরা কমিশনের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করছি।

শেষ পর্যন্ত কত শতাংশ ভোট পড়েছে, তা রোববার রাতে স্পষ্ট করেনি নির্বাচন কমিশন। তবে ভোটের পর প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল আভাস দিয়েছিলেন, সেই হার ৪০ শতাংশের মতো হতে পারে।

ভোট ঘিরে নির্বাচন কমিশনকে কঠোর ব্যবস্থা নিতে দেখা গেছে। জাল ভোট দেওয়ায় বা সে কাজে সহায়তা করায় এদিন ১৫ জনকে বিভিন্ন মেয়াদে শাস্তি দেওয়া হয়েছে। দণ্ডিতদের মধ্যে প্রিসাইডিং অফিসার, সহকারী প্রিসাইডিং অফিসারও আছেন। আচরণবিধি লঙ্ঘনের দায়ে ভোটগ্রহণের মাত্র ১৫ মিনিট বাকি থাকতে প্রার্থিতা বাতিল করা হয়েছে চট্টগ্রাম১৬ বাঁশখালী আসনে নৌকার প্রার্থী বর্তমান সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান চৌধুরীর। বাংলাদেশের ইতিহাসে এমন ঘটনা নজিরবিহীন।

তার প্রার্থিতা বাতিলের কারণ ব্যাখ্যা করে নির্বাচন কমিশন সচিব জাহাংগীর আলম বলেন, তিনি আচরণবিধি লঙ্ঘন করেছেন, আইনশৃঙ্খলা বাহিনীকে হুমকি দিয়েছেন, তাদের ওপর চড়াও হয়েছেন। সব বিবেচনায় নিয়ে কমিশন তার প্রার্থিতা বাতিল করেছে।

দেশের প্রায় ২১ হাজারের পাশাপাশি দেড় শতাধিক বিদেশি পর্যবেক্ষক নির্বাচনে ছিলেন। ভোটের পরিবেশ ও উপস্থিতির প্রশংসা করেছেন পর্যবেক্ষকদের একটি অংশ। যুক্তরাষ্ট্রের এনডিআই ও আইআরআই, ইউরোপীয় ইউনিয়ন, কমনওলেয়থ এবং জাপানি পর্যবেক্ষকদের প্রতিক্রিয়া তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

ফল ঘোষণায় হঠাৎ যতি : ভোটের পর সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রাজবাড়ী১ আসনের আংশিক ফলাফল জানানোর মধ্য দিয়ে ঢাকার নির্বাচন ভবন থেকে দ্বাদশ সংসদ নির্বাচনের ফলাফল পরিবেশনের কার্যক্রম শুরু হয়। নির্বাচন কমিশন সচিব জাহাংগীর আলম ইসি সচিবালয়ের কর্মকর্তাদের নিয়ে একের পর ফলাফল ঘোষণা করতে থাকেন।

ফলাফল ঘোষণা হলেও কোন দল কয়টি আসন পেয়েছে এবং স্বতন্ত্র প্রার্থীরা কত আসন পেয়েছেন তা চূড়ান্তভাবে জানাননি তিনি। তবে ডিজিটাল স্ক্রিনে দলগত ভোটের পরিসংখান দেখানো হচ্ছিল। সবশেষ রাত ২টার দিকে ১৯০টি আসনের ফলাফল ঘোষণা দেন সচিব। রাত সোয়া ২টায় ডিজিটাল স্ক্রিনের দলগত ফলাফলে ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রাপ্ত আসনের সংখ্যা ১৫১ অতিক্রম করে। এরপর ১৫ মিনিটের বিরতি নিয়ে নিজেদের মধ্যে আলোচনার পর রাত আড়াইটার দিকে সচিব কঙবাজার৪ আসনের ফলাফল তুলে ধরেন।

এ পর্যায়ে মঞ্চ থেকে আকস্মিক ঘোষণা দেন, আমরা ২৯৯ আসনের পৃথক ফলাফল একে একে ঘোষণা করলাম। আগামীকাল (সোমবার) আমরা ফলাফল সামারি করে আপনাদের জানাব। আমরা যেসব ফলাফল ঘোষণা করেছি তা নোটিস বোর্ডে টানানো হবে।

উপস্থিত সংবাদমাধ্যম কর্মীরা সব ফলাফলের বার্তাশিট ও দলগত ফলাফল না পাওয়ার বিষয়টি তুলে ধরলে সচিব বলেন, সেটা কালকে জানানো হবে। এ সময় নির্বাচন ভবনে অবস্থানরত প্রবীণ সাংবাদিকরাও বলছিলেন, ভোটের ফল ঘোষণা করতে এসে কমিশনের এমন কাণ্ড নজিরবিহীন।

অংকের খেলা : ১৯৭৩ সালের প্রথম সংসদ নির্বাচনে আওয়ামী লীগ ২৯৩টি আসনে জয় পেয়েছিল। ২০১৪ সালের দশম সংসদ নির্বাচনে আওয়ামী লীগ পেয়েছিল ২৩৪টি আসন। ২০১৮ সালের একাদশ সংসদ নির্বাচনে আওয়ামী লীগ এককভাবে পায় ২৫৯টি আসন, আর মহাজোটগতভাবে তাদের আসন সংখ্যা দাঁড়ায় ২৮৮টি।

১৪ দলীয় জোটের দলগুলোর মধ্যে জাসদ ২টি, ওয়ার্কার্স পার্টি ৩টি, বিকল্প ধারা ২টি, তরীকত ফেডারেশন একটি আসনে জয় পায় গতবার (২০১৮ সালে)। এর বাইরে আওয়ামী লীগের মিত্র দল জাতীয় পার্টি (জেপি) বাইসাইকেল প্রতীকে একটি আসন পায়।

এবার ২৯৯ আসনে আওয়ামী লীগের দলীয় প্রার্থী ছিল ২৬৫ জন। তাদের মধ্যে তিন ডজনের বেশি প্রার্থীর পরাজয়ের হিসাবে আওয়ামী লীগের আসন এবার গতবারের চেয়ে কম দেখাচ্ছে। তবে বিজয়ী হওয়া আওয়ামী লীগের স্বতন্ত্রদের যোগ করলে সংসদে আওয়ামী লীগের আইনপ্রণেতা থাকছেন ২৮৪ জন।

জুয়া জিতল আওয়ামী লীগ? : ২০১৪ সালে বিএনপি যখন নির্বাচন বর্জন করেছিল, অর্ধেকের বেশি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে গিয়েছিল আওয়ামী লীগের প্রার্থীরা, যা নিয়ে এখনও দলটিকে নিন্দামন্দ শুনতে হয়। টানা তিন মেয়াদ ক্ষমতায় থাকা দলটি চায়নি চতুর্থ দফা সরকারে যাওয়ার সময় সেই সমালোচনা তাদের সঙ্গী হোক।

তাছাড়া এবারের নির্বাচন যাতে অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ, অংশগ্রহণমূলক এবং গ্রহণযোগ্য হয়, সেজন্য চাপ দিয়ে আসছিল যুক্তরাষ্ট্র এবং তাদের ইউরোপীয় মিত্ররা। ফলে বিএনপিকে ছাড়াও যে অংশগ্রহণমূলক নির্বাচন সম্ভব, তা দেখানোর চ্যালেঞ্জ ছিল ক্ষমতাসীনদের সামনে।

বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়া ঠেকাতে আওয়ামী লীগ এবার বেছে নেয় নতুন কৌশল। কোনো আসনে আওয়ামী লীগের প্রার্থীরা যাতে একলা পড়ে না যান, সেজন্য মনোনয়নের বাইরে থাকা দলের নেতাদেরও স্বতন্ত্র প্রার্থী হওয়ার পথ খুলে দেওয়া হয়। তাতে রেকর্ড সংখ্যক স্বতন্ত্র প্রার্থীর মনোনয়নপত্র জমা পড়ে রিটার্নিং কর্মকর্তাদের দপ্তরে।

রোববার ২৯৯ আসনে ভোটের লড়াইয়ে ছিলেন মোট ১৯৬৯ জন। নিবন্ধিত ৪৪ দলের মধ্যে ভোটে ছিল ২৮টি। অন্যদিকে বিএনপিসহ ১৫টি দল ভোট বর্জন করে। অর্থাৎ, বর্জনকারীদের প্রায় দ্বিগুণ দল দ্বাদশ সংসদ নির্বাচনে অংশ নিয়েছে, যেখানে ২০১৪ সালের দশম সংসদ নির্বাচনে অংশ নিয়েছিল মোটে ১২টি দল, সব মিলিয়ে প্রার্থী ছিলেন মোট ১৫৬৭ জন।

গত তিন নির্বাচনে আওয়ামী লীগের সঙ্গে সমঝোতায় থাকা জাতীয় পার্টিকে নিয়েও ক্ষমতাসীনদের ভাবতে হয়েছে। জাতীয় পার্টি ভোটে না থাকলে লাভ হতো বিএনপির। আবার নির্বাচনকে গ্রহণযোগ্য দেখাতে হলে বিরোধী দলও দরকার। সেজন্য জাতীয় পার্টির প্রার্থীদের জয় সহজ করতে গতবারের মতোই ২৬টি আসন ছেড়ে দেয় আওয়ামী লীগ। ১৪ দলের শরিকদের দেওয়া হয় ছয়টি আসন, তারা নৌকা নিয়েই ভোট করেন।

মনোনয়নপর্বে ডামি প্রার্থীর কৌশলে নিজেদের মধ্যে কোন্দল এবং সহিংসতার ঝুঁকি ছিল আওয়ামী লীগের সামনে। প্রচার পর্বে সে রকম বেশ কিছু ঘটনা দেখা গিয়েছিল, কয়েকজনের মৃত্যুও হয়েছিল। স্বতন্ত্র হিসেবে দাঁড়িয়ে যাওয়া আওয়ামী লীগ নেতারা অনেক জায়গায় যে নৌকার প্রার্থীর পরাজয়ের কারণ হবেন, সে আভাস মিলেছিল আগেই। কিন্তু এ জুয়ায় লাভ হলো, নৌকা হেরে গেলেও আওয়ামী লীগই জিতল।

ডুবলেন যারা : দলের প্রার্থীর বিরুদ্ধে স্বতন্ত্র হওয়ার সুযোগ কাজে লাগিয়ে এবারের ভোটে জয় পেয়েছেন আওয়ামী লীগেরই কয়েক ডজন নেতা। তাদের একটি বড় অংশ নৌকা প্রতীকের প্রার্থীদের বিরুদ্ধে লড়াই করে জয়ী হয়েছেন, অন্যরা হারিয়েছেন সমঝোতার লাঙ্গলকে।

বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী দুইবারের সংসদ সদস্য অ্যাডভোকেট মাহবুব আলী, ত্রাণ ও দুর্যোগ প্রতিমন্ত্রী দুই বারের সংসদ সদস্য এনামুর রহমান এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী তিনবারের সংসদ সদস্য স্বপন ভট্টাচার্য ভোটের লড়াইয়ে হেরে বসেছেন। তারা তিনজনই হেরেছেন আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থীর কাছে। স্বতন্ত্রদের কাছে হারের তালিকায় রয়েছে আওয়ামী লীগের কেন্দ্রীয় প্রচার সম্পাদক আবদুস সোবহান মিয়া গোলাপ, টানা তিনবারের সংসদ সদস্য ধীরেন্দ্র দেবনাথ শম্ভু, সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফর উল্যাহ, কেন্দ্রীয় সাংস্কৃতিক সম্পাদক অসীম কুমার উকিল, দলের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মৃণাল কান্তি দাশ, মানিকগঞ্জের তিনবারের এমপি কণ্ঠশিল্পী মমতাজ বেগমের নাম।

১৪ দলের প্রার্থীদের মধ্যে নৌকা প্রতীক নিয়ে ভোট করেও হেরেছেন জাসদ সভাপতি হাসানুল হক ইনু, জেপি চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু এবং ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা।

কী হবে : আওয়ামী লীগের নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার মধ্যে স্বতন্ত্রদের জয়জয়কার দেশের অভ্যন্তরীণ রাজনীতিতে অনেক ধরনের সংকট ডেকে আনবে বলে মনে করেন সাংবাদিক ও কলামিস্ট বিভুরঞ্জন সরকার। তিনি বলেছেন, আওয়ামী লীগের নিজের দলের প্রতিও সমস্যা তৈরি করবে। মিত্রদের মাঝে সংকট তৈরি করবে। এ সমস্যা থেকে বেরিয়ে আসতে ক্ষমতাসীন দলটি কী কৌশল ব্যবহার করবে সেটাও তিনি অনুমান করতে পারছেন না। তিনি বলেছেন, একটা শক্তিশালী বিরোধী দল থাকা উচিত।

অবশ্য প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান বিষয়টি অন্যভাবে দেখতে চান। ঢাকা১ আসন থেকে দ্বাদশ সংসদ নির্বাচনে জয়ী আওয়ামী লীগের এই প্রার্থী বলেন, জনগণ যাদের যোগ্য মনে করেছে, তাদেরকেই নির্বাচিত করেছে। এত স্বতন্ত্র জিতেছে মানে নির্বাচন অবাধ ও নিরপেক্ষ হয়েছে।

তাহলে সংসদে বিরোধী দল কে হবে? এমন প্রশ্নে তিনি বলেন, গত ১০ বছরে ভারতে বিরোধী দল কে? গত ১০ বছরে ভারতে লিডার অব অপজিশন নাই। যেহেতু ওদের নিয়ম আছে, লিডার অব দ্য অপজিশন হতে হলে মিনিমান ১০ শতাংশ সিট থাকতে হবে। কংগ্রেসের কিন্তু ১০ শতাংশের কম সিট আছে। জাতীয় পার্টি যদি ছয়টি আসন পেয়ে থাকে, তাহলে তারা বিরোধী দলের রোল প্লে করবে। স্বতন্ত্ররা কী করবে সেটা তো আমি এখন বলতে পারি না।

পূর্ববর্তী নিবন্ধইউনূসকে ক্ষমা করার কোনো সুযোগ সরকারের হাতে নেই : প্রধানমন্ত্রী
পরবর্তী নিবন্ধবিরোধী আসনে কে বসবে, সিদ্ধান্ত নতুন প্রধানমন্ত্রীর : কাদের