টাঙ্গাইলে দোকানের কোটি টাকা আত্মসাৎ করে কক্সবাজারে ধরা

কক্সবাজার প্রতিনিধি | বৃহস্পতিবার , ৮ এপ্রিল, ২০২১ at ৬:৪৫ পূর্বাহ্ণ

টাঙ্গাইলে নগদ-বিকাশের দোকান থেকে কোটি টাকা হাতিয়ে নিয়ে কক্সবাজারে পালিয়ে এসেছিল তিন কর্মচারী। কিন্তু শেষ রক্ষা হলো না তাদের। গতকাল সন্ধ্যা ৬টার দিকে কলাতলীর সেন্টমার্টিন রিসোর্ট থেকে তাদের গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশের একটি দল।
গ্রেপ্তারকৃতরা হলেন, টাঙ্গাইলের মধুপুরের আনিসুল হকের ছেলে মো. আতিকুর রহমান (২৪), মির্জাবাড়ির তবানি টেকি এলাকার আবদুল হামিদের ছেলে নুরুল ইসলাম (২৫) ও দরি হাসিল এলাকার আবদুল মান্নানের ছেলে শামীম হোসেন (২৪)। জেলা ডিবি পুলিশের ওসি শেখ মোহাম্মদ আলী বলেন, ১ কোটি টাকা নিয়ে পালিয়ে যাওয়ার অভিযোগে তিন কর্মচারীর বিরুদ্ধে টাঙ্গাইলের ঘাটাইল থানায় মামলা করেন দোকানের মালিক মো. মহিউদ্দিন। জিজ্ঞাসাবাদে ওই তিন যুবক ৯৮ লাখ টাকা আত্মসাতের কথা স্বীকার করেছে। তাদের টাঙ্গাইলে প্রেরণ করা হবে বলে জানান তিনি।

পূর্ববর্তী নিবন্ধতিন মামলা দায়ের আসামি হেফাজত নেতা মামুনুল
পরবর্তী নিবন্ধ‘শিশুবক্তা’ রফিকুল ইসলাম মাদানী আটক