টাঙ্গাইলে দলবেঁধে ধর্ষণে ৫ আসামির মৃত্যুদণ্ড

| শুক্রবার , ১৬ অক্টোবর, ২০২০ at ৪:০০ পূর্বাহ্ণ

টাঙ্গাইলের ভূঞাপুরে আট বছর আগে এক মাদ্রাসা ছাত্রীকে অপহরণ করে দলবেঁধে ধর্ষণের দায়ে পাঁচ আসামির ফাঁসির রায় দিয়েছে আদালত। জেলার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক খালেদা ইয়াসমিন গতকাল বৃহস্পতিবার এ রায় ঘোষণা করেন। দণ্ডিতরা হলেন- গোপি চদ্র শীল, সুজন মুনি ঋষি, রাজন, সাগর চন্দ্র সিংহ ও সঞ্জিত।
টাঙ্গাইলের আদালত পরিদর্শক তানবীর আহম্মেদ জানান, আসামিদের মধ্যে সঞ্জিত ও গোপি রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন। বাকিরা জামিনে পলাতক রয়েছেন। সর্বোচ্চ সাজার পাশাপাশি দণ্ডিত প্রত্যেককে রায়ে এক লাখ টাকা করে জরিমানাও করা হয়েছে বলে জানান আদালতের এই পরিদর্শক। খবর বিডিনিউজের। মামলার বরাতে তানবীর বলেন, ২০১২ সালর জানুয়ারি মাসে ভূঞাপুরের এক মাদ্রাসার ছাত্রীকে অপহরণ করে পাঁচজন দলবেঁধে ধর্ষণ করে। এ ঘটনায় মেয়েটির মা বাদী হয়ে ভূঞাপুর থানায় পাঁচজনকে আসামি করে একটি মামলা দায়ের করেন। পরে পুলিশ অভিযান চালিয়ে মধুপুর থেকে সঞ্জিত ও গোপীকে প্রেপ্তার করেন। মামলা তদন্ত শেষে ২০১৫ সালে পুলিশ ৫ জনকে আসামি করে আদালতে অভিযোগপত্র দাখিল করলে এ মামলার বিচারকাজ শুরু করে আদালত।

পূর্ববর্তী নিবন্ধ১২ বছর বয়সী মোবাইল চোর ঢাকাইয়্যা আবার আটক
পরবর্তী নিবন্ধআওয়ামী লীগের সম্ভাব্য ৪ প্রার্থীর দৌড়ঝাঁপ সাতকানিয়া