টাকার মান কমলো আরও ৯০ পয়সা

| শুক্রবার , ৩ জুন, ২০২২ at ৪:১৫ পূর্বাহ্ণ

ডলারের বিপরীতে টাকার মান আরেক দফা কমেছে। এবার প্রতি ডলারের বিনিময়মূল্য ৯০ পয়সা বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক। ফলে প্রতি ডলারের বিনিময়মূল্য বেড়ে হয়েছে ৮৯ টাকা ৯০ পয়সা। এর আগে গত সোমবার ডলারের বিপরীতে টাকার মান ১ টাকা ১০ পয়সা কমানো হয়েছিল। গতকাল বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে। খবর বাংলানিউজের।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক মো. সিরাজুল ইসলাম বলেন, ৮৯ টাকা ৯০ পয়সা দরে আজ ডলার বিক্রি করা হয়েছে। আগে যা ছিল ৮৯ টাকা।

বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংক ৮৯ টাকা ৯০ পয়সায় রাষ্ট্রমালিকানাধীন ও বেসরকারি খাতের চারটি ব্যাংকের কাছে ১৩ কোটি ৫০ লাখ ডলার বিক্রি করেছে। সরকারি আমদানি বিল মেটাতে ব্যাংকগুলোর কাছে এ ডলার বিক্রি করা হয়।

চাহিদা সংকটে ঊর্ধ্বমুখী ডলারের দামের অস্থিরতা কমাতে বেশ কিছু দিন থেকেই টাকার মান অবমূল্যায়ন করা হচ্ছে। এ নিয়ে পঞ্চম দফায় ডলারের দাম বাড়ানো হলো।

পূর্ববর্তী নিবন্ধচাক্তাইয়ের ৬ আড়তদারকে জরিমানা, একটি সিলগালা
পরবর্তী নিবন্ধএক মাজার থেকে হারানো শিশু পাওয়া গেল অন্য মাজারে