টাউন ক্লাব ও কমরেডের জয়লাভ

তৃতীয় বিভাগ ক্রিকেট লিগ

ক্রীড়া প্রতিবেদক | সোমবার , ১৭ জুলাই, ২০২৩ at ১০:২১ পূর্বাহ্ণ

দু’দিন বন্ধ থাকার পর সিজেকেএস তৃতীয় বিভাগ ক্রিকেট লিগ আবার শুরু হয়েছে। গতকাল রোববার লিগের দুটি খেলায় টাউন ক্লাব এবং আগ্রাবাদ কমরেড ক্লাব জয়লাভ করে লিগে শুভসূচনা করেছে। এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় টাউন ক্লাব ২৪ রানে ঐতিহ্যবাহী মোহামেডান স্পোর্টিং ক্লাব ব্লুজকে পরাজিত করে। টসে জিতে মোহামেডান ব্লুজ প্রথমে ব্যাট করতে পাঠায় টাউন ক্লাবকে। ৪৬ ওভারে নির্ধারিত খেলাটিতে টাউন ক্লাব ৯ উইকেট হারিয়ে ১৬৭ রান সংগ্রহ করে। দলের হয়ে সর্বোচ্চ রান আসে আবতাহী মাজহারের ব্যাট থেকে। তিনি ৮৭ বল খেলে ৬৭ রান করেন ৩টি চার এবং ৩টি ছক্কার সাহায্যে। এছাড়া নুরুজ্জামান ইমরান ২৬, জুনাইদ হাসান ১১ রান করেন। অতিরিক্ত রান হয় ২৪। মোহামেডান ব্লুজের পক্ষে ২টি করে উইকেট নেন জাবেদ ইকবাল, সাদ্দাম হোসেন এবং রুবায়েত খান আফ্রিদি। ১টি করে উইকেট পান জি এম হুমায়ুন এবং মো. হাসান। জবাবে মোহামেডান ব্লুজ ৪৪.১ ওভার খেলে ১৪৩ রানে সব উইকেট হারায়। দলের পক্ষে মো. সাদ্দাম হোসেন ২১,মিনহাজুল হক ২০, জাবেদ ইকবাল ১৯,সৌরভ শীল ১৭,রুবায়েত খান আফ্রিদি ১২, মো. হাসান ১২ এবং ইসরাজুর রাহমান রাফসি ১১ রান করে। অতিরিক্ত থেকে আসে ১৯ রান। টাউন ক্লাবের পক্ষে সারফারাজ নেওয়াজ ৩টি এবং প্রলয় সেনগুপ্ত ২টি উইকেট শিকার করেন। ১টি করে উইকেট নেন মো. সাকিব,অন্তর চন্দ্র এবং আবতাহী মাজহার।মহিলা ক্রীড়া কমপ্লেক্স মাঠে অনুষ্ঠিত লিগের অপর খেলাটিও ভেজা পিচের কারণে ৩৫ ওভারে নির্ধারিত হয়। এ খেলায় আগ্রাবাদ কমরেড ক্লাব ২ উইকেটে চিটাগাং ফুটবল ক্লাব(সিএফসি)কে পরাজিত করে। টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে সিএফসি ২৭.৫ ওভার খেলে ৮০ রানে সবাই আউট হয়ে যায়। দলের পক্ষে মো. ফয়েজ ২৭ রান ছাড়া আর কেউই দুই অংকের ঘরে যেতে পারেননি। অতিরিক্ত থেকে আসে দ্বিতীয় সর্বোচ্চ ২৩ রান। আগ্রাবাদ কমরেড ক্লাবের আসিফ উল রহমান ৩টি উইকেট পান। ২টি করে উইকেট নেন শিহাব নওরাজ খান এবং সৌমেন বড়ুয়া শুভ। ১টি করে উইকেট নেন জিল্লুর রহমান এবং ইসকান্দার রশিদ।

৮১ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৩২.৩ ওভার খেলে আগ্রাবাদ কমরেড ক্লাব ৮ উইকেট হারিয়ে ৮১ রান তুলে নেয়। দলের হয়ে ওবাইদুল আলম ১৭, শিহাব নওরাজ খান ১৬ রান করেন। মিসবাহ উল ইসলাম এবং সাদমান খান দলের জয় নিশ্চিত করে ফেরেন যথাক্রমে অপরাজিত ১১ এবং অপরাজিত ১৫ রান করে। অতিরিক্ত রান হয় ৯। চিটাগাং ফুটবল ক্লাবের পক্ষে ৩টি করে উইকেট দখল করেন মারজুক আলম এবং মুসলিম উদ্দিন। ১টি করে উইকেট নেন তাইমুল ইসলাম এবং মাজিদ মনসুর। তৃতীয় বিভাগ লিগে আজ দুটি খেলা অনুষ্ঠিত হবে। মহিলা কমপ্লেক্স মাঠে খেলবে ক্রিসেন্ট ক্লাব এবং সেবানিকেতন। এম এ আজিজ স্টেডিয়ামে খেলবে নোয়াপাড়া লায়ন্স ক্লাব এবং কাস্টমস এক্সাইজ এন্ড ভ্যাট ক্লাব।

পূর্ববর্তী নিবন্ধরাঙ্গুনিয়ায় শেখ রাসেল কাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন
পরবর্তী নিবন্ধবঙ্গবন্ধু আন্তঃ কলেজ ফুটবল টুর্নামেন্ট জেলা পর্যায়ের খেলা শুরু