মুক্তির অপেক্ষায় আছে আরেফিন শুভ অভিনীত সিনেমা ‘নীলচক্র: ব্লু গ্যাং’। ইতোমধ্যে পোস্ট প্রোডাকশনের কাজ শেষ, চলতি মাসেই মুক্তির ঘোষণা আসতে পারে বলে জানিয়েছেন নির্মাতা মিঠু খান। ঈদে মুক্তির গুঞ্জন উঠলেও শেষ পর্যন্ত মুক্তি পায়নি সিনেমাটি। ভিসা সংক্রান্ত জটিলতায় পোস্ট প্রোডাকশনের কাজ বাকি ছিল জানিয়ে নির্মাতা গ্লিটজকে বলেন, আমরা অফিসিয়ালি কখনো কোথাও ঘোষণা দিইনি যে ঈদে সিনেমা মুক্তি পাচ্ছে। খবর বিডিনিউজের।
চলতি মাসেই আমরা একটা টাইটেল টিজার প্রকাশ করব। সব কিছুই প্রস্তুত। গান, পোস্টার, ট্রেলার সব কিছুই ধাপে ধাপে প্রচার হবে। অগাস্ট কিংবা সেপ্টেম্বরে দর্শক বড় পর্দায় সিনেমাটি দেখতে পাবে সেই আশা রাখা যায়। আরেফিন শুভ প্রধান চরিত্রে অভিনয় করলেও সিনেমায় আরেকটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন সংগীতশিল্পী বালাম। অভিনয়ের পাশাপাশি ‘নীলচক্র’ সিনেমায় একটি গানও গেয়েছেন তিনি। নির্মাতা বলেন, সিনেমায় গানের পাশাপাশি সংগীতশিল্পী বালামকে প্রথমবারের মতো চলচ্চিত্রে অভিনয়েও দেখা যাবে। তিনটি গান আছে এর মধ্যে একটি গান খুব শিগগিরই প্রচার হবে। এবার থ্রিলার গল্পে ‘নীলচক্র’ সিনেমা নিয়ে হাজির হচ্ছেন। ‘নীলচক্র’ সিনেমায় শুভর বিপরীতে অভিনয় করেছেন মন্দিরা চক্রবর্তী। আরও আছেন ফজলুর রহমান বাবু, শিরীন আলম, খালেদা আক্তার কল্পনা, শাহেদ আলী, টাইগার রবি, মনির আহমেদ শাকিল, প্রিয়ন্তী উর্বী, মাসুম রেজওয়ান, পারভীন পারু, আয়মান শিমলা, ডলার। মিঠু খানের সঙ্গে যৌথভাবে চিত্রনাট্য ও কাহিনী লিখেছেন নাজিম উদ দৌলা। গেল মে মাসে প্রকাশ পায় সিনেমাটির ফার্স্টলুক পোস্টার, যা বেশ সাড়া ফেলে।