টাইগার যুবাদের এশিয়া কাপ মিশন ১৩ ডিসেম্বর শুরু

স্পোর্টস ডেস্ক | বৃহস্পতিবার , ৪ ডিসেম্বর, ২০২৫ at ৪:৫৮ পূর্বাহ্ণ

অনূর্ধ্ব১৯ এশিয়া কাপের দিনক্ষণ চূড়ান্ত হয়েছে। এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) আসন্ন এই টুর্নামেন্টের গ্রুপিং ও সময়সূচি প্রকাশ করেছে। আটটি দলকে নিয়ে আয়োজিত এই আসরের পর্দা উঠছে চলতি মাসেই। গ্রুপিং ও প্রতিপক্ষ এবারের আসরে বাংলাদেশ অনূর্ধ্ব১৯ দলকে রাখা হয়েছে ‘বি’ গ্রুপে। বাংলাদেশ তাদের অভিযান শুরু করবে ১৩ ডিসেম্বর। আইসিসি একাডেমি মাঠে নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ আফগানিস্তান। একদিন বিরতি দিয়ে ১৫ ডিসেম্বর ‘দ্য সেভেন্স স্টেডিয়ামে’ নেপালের মুখোমুখি হবে বাংলাদেশ। আর গ্রুপ পর্বের শেষ ম্যাচে ১৭ ডিসেম্বর শ্রীলঙ্কার বিপক্ষে লড়বে লালসবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টের প্রতিটি ম্যাচ শুরু হবে গালফ সময় রাত ৯টায়।

পূর্ববর্তী নিবন্ধমিয়ানমারে আফিম চাষ এক দশকে সর্বোচ্চ পর্যায়ে : জাতিসংঘ
পরবর্তী নিবন্ধনারী বিসিএল ১৫ ডিসেম্বর রাজশাহীতে শুরু