টাইগার পাসের প্রাকৃতিক সৌন্দর্য অক্ষুণ্ন রাখতে বিকল্প সবকিছু করতে হবে

মতবিনিময় সভায় মঞ্জুর আলম

| বুধবার , ১৪ জুলাই, ২০২১ at ১১:৫১ পূর্বাহ্ণ

লালখান বাজার টাইগার পাস এলাকার নান্দনিক প্রাকৃতিক পরিবেশ ও সৌন্দর্য অক্ষুণ্ন রেখে দেওয়ানহাট পর্যন্ত এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের দাবিতে আন্দোলনরত আমরা চট্টগ্রামবাসীর ৭ দফা দাবীর প্রতি সমর্থন জানিয়ে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র এম মনজুর আলম বলেছেন, চট্টগ্রামের প্রাকৃতিক সৌন্দর্য অক্ষুণ্ন রেখে দেওয়ানহাট মিঠা গলির সম্মুখ পর্যন্ত এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজ সমাপ্ত করা উচিৎ। বিকল্প হিসেবে দেওয়ান হাট ব্রিজের পশ্চিম পাশের সড়ক ও রেললাইনের উপর দিয়ে যাওয়া রাস্তাটি খুলে দেওয়া যেতে পারে। পাহাড় ঘেঁষে মানুষ ও যানবাহন চলাচলে দুপাশে আরো দুলাইন সড়ক প্রশস্ত করা যেতে পারে এবং দেওয়ানহাট সেতু সংস্কার নতুবা ভেঙ্গে আরো বড় করে নির্মাণ করলে নগরী যানজট মুক্ত হবে এবং কম সময়ে যাতায়াতের পথও সুগম হবে। তিনি গতকাল মঙ্গলবার বেলা ১২টায় নগরীর দেওয়ানহাটস্থ নিজ ব্যবসায়িক কার্যালয়ে আমরা চট্টগ্রাম বাসীর নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময়কালে উপরোক্ত কথা বলেন।
আমরা চট্টগ্রামবাসীর আহ্বায়ক এইচ এম মুজিবুল হক শুক্কুরের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন মাওলানা আব্দুল হালিম বারবী, ইঞ্জিনিয়ার বিশ্বজিত চৌধুরী বাবু, প্রকৌশলী মুহাম্মদ মঈনুদ্দিন, গৌতম কুমার রায়, মাওলানা শেখ ইউনুসুর রহমান, সাব্বির হাসান চৌধুরী, জসিমউদদীন, মাওলানা ইউসুফ, আকতার হোসেন প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধঅসহায় ৮শ পরিবারের পাশে লায়ন্স ক্লাব অব চিটাগাং সেন্ট্রাল
পরবর্তী নিবন্ধতথ্যমন্ত্রীর বাসায় তৈরি খাবার বিতরণ হচ্ছে ফুটপাতে