টাইগার কোচ ডমিঙ্গো করোনা পজিটিভ

স্পোর্টস ডেস্ক | সোমবার , ১১ এপ্রিল, ২০২২ at ৭:২৭ পূর্বাহ্ণ

সিরিজের দ্বিতীয় টেস্ট চলাকালীন দুঃসংবাদ পেল বাংলাদেশ দল। করোনা পজিটিভ হয়েছেন টাইগারদের প্রধান কোচ। এন্টিজেন পরীক্ষায় ডমিঙ্গোর শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে। আপাতত দক্ষিণ আফ্রিকায় নিজের বাসাতেই আইসোলেশনে আছেন তিনি। বিষয়টি গতকাল রোববার নিশ্চিত করেছেন জাতীয় দলের টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন। জানা গেছে, গত কয়েকদিন ধরেই ডমিঙ্গো অসুস্থ বোধ করছিলেন। সিরিজের দ্বিতীয় টেস্ট উপলক্ষে পোর্ট এলিজাবেথে যাওয়ার পর সন্ধ্যা থেকে জ্বর জ্বর লাগছিল টাইগারদের প্রধান কোচ রাসেল ডমিঙ্গোর। করোনার বিষয়ে নিশ্চিত হতে তিনি পিসিআর টেস্ট করান। সেই টেস্টে নেগেটিভ আসলে ডমিঙ্গো জাতীয় দলের অনুশীলনেও যোগ দেন। এরপরও ডমিঙ্গোর শারীরিক অবস্থার উন্নতি হচ্ছিল না। যে কারণে তার এন্টিজেন টেস্ট করানো হয়। সেই এন্টিজেন টেস্টে ডমিঙ্গো করোনা পজিটিভ হয়েছেন।
এখন নেগেটিভ হওয়া পর্যন্ত তাকে আইসোলেশনেই থাকতে হবে।

পূর্ববর্তী নিবন্ধটেস্টে নিরপেক্ষ আম্পায়ার ফেরাল আইসিসি
পরবর্তী নিবন্ধআচমকা মিরাজের বুকে বলের আঘাত