টাইগারপাস সড়কে মধ্যরাতে বাইক দুর্ঘটনায় যুবক নিহত

| বুধবার , ১৬ জুলাই, ২০২৫ at ১১:৫৭ পূর্বাহ্ণ

চট্টগ্রাম নগরের টাইগার পাস এলাকায় মধ্যরাতে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় এক যুবক নিহত হয়েছেন।

মঙ্গলবার (১৫ জুলাই) দিবাগত রাত আনুমানিক ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, চট্ট মেট্রো-১৭-২৭-৫২ নাম্বারের একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে স্লোপে পড়ে যায়। এতে চালক গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত যুবকের নাম বাপ্পি বলে জানা গেছে। তবে তার পূর্ণ পরিচয় তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

এ বিষয়ে কোতোয়ালি থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা জানান, দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে। মোটরসাইকেলটি পুলিশের হেফাজতে রাখা হয়েছে এবং নিহতের পরিচয় নিশ্চিত করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

পূর্ববর্তী নিবন্ধপ্রবাহ
পরবর্তী নিবন্ধচিটাগং লায়ন্স ক্লাব ও জোনটা ক্লাবের উদ্যোগে চক্ষু-দন্ত সেবা ক্যাম্প