নগরীর টাইগারপাস মোড়ে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন শচীন দত্ত নামের এক বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী। গত রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে দুর্ঘটনায় পড়ার এক ঘণ্টার মধ্যেই মৃত্যু হয় তার। শচীন পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সিএসই বিভাগের ১৫ তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন বলে জানা গেছে। শচীনের বাড়ি চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায়। সোমবার শচীনের চাচা বাদী হয়ে কোতোয়ালী থানায় একটি মামলা দায়ের করেন বলে জানিয়েছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গেছে, নিজের বাই সাইকেল চালিয়ে যাওয়ার সময় সন্ধ্যার পর চলন্ত গাড়ির ধাক্কায় রাস্তা থেকে ছিঁটকে পড়ে। অনেকক্ষণ পর পথচারীরা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। সন্ধ্যার পর নির্জন স্থান হওয়ায় আহত অবস্থায় অনেকক্ষণ রাস্তার ধারে অচেতন অবস্থায় পড়ে ছিল সে।
কোতোয়ালী থানার এসআই মিজানুর রহমান বলেন, ‘টাইগারপাস মোড়ে দায়িত্বরত ট্রাফিক সার্জেন্ট থানায় ফোন করে জানান, রাস্তার পাশে এক তরুণকে আহত অবস্থায় পাওয়া গেছে। মোড় থেকে একটু সামনে নির্জন জায়গায় তিনি পড়ে ছিলেন।’
আরেক এসআই শিমুল চন্দ্র দাশ জানান, আমি শচীনের সুরতহাল করেছি। তার মাথায় আঘাত ছিল। নাক মুখ রক্তাক্ত ছিল। শরীরের পেছনের অংশে থেতলানো ছিল।শরীরের অন্য কোথাও আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে পেছন থেকে ভারী কোনো যানবাহনের ধাক্কায় সে ছিঁটকে পড়ে রাস্তার ডিভাইডারের সাথে মাথায় আঘাত পেয়েছিল।’