টাইগারপাস মোড়ে বৈদ্যুতিক খুঁটিতে আগুন

আজাদী প্রতিবেদন | সোমবার , ৩০ ডিসেম্বর, ২০২৪ at ১০:২৪ পূর্বাহ্ণ

নগরের টাইগারপাস মোড়ের একটি বৈদ্যুতিক খুঁটিতে আগুন লাগে। জাতীয় জরুরি সেবা ৯৯৯এ খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। এতে রোধ হয় সম্ভাব্য দুর্ঘটনা। গতকাল সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, আগুন লাগায় ঘটনাস্থলে আতংক ছড়িয়ে পড়ে। এসময় যানজট লেগে যায় সেখানে। ফায়ার সার্ভিস আগ্রাবাদ স্টেশনের কন্ট্রোল রুম সূত্রে জানা গছে, খুঁটিটির নিচে কে বা কারা কাগজ পোড়াচ্ছিলো। সেখান থেকেই আগুনের সূত্রপাত।

পূর্ববর্তী নিবন্ধসচেতনতার সাথে গাড়ি চালানোর অঙ্গীকার ৩২০ জন চালকের
পরবর্তী নিবন্ধসিকদার পরিবারের সদস্যসহ আসামি ২৯