নগরের টাইগারপাস এলাকা থেকে একটি দেশীয় একনলা বন্দুক ও গুলিসহ মো. মনির (২৮) নামে এক চিহ্নিত সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে কোতোয়ালী থানা পুলিশ। গত রোববার দিবাগত রাতে টাইগারপাস এজেন্সি লিমিটেডের গ্যাস ফিলিং স্টেশনের দক্ষিণ পাশের পাহাড়ের নিচ থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
ধৃত মনির নোয়াখালীর হাতিয়া উপজেলার চেয়ারম্যানঘাটা এলাকার মৃত আবু তাহের প্রকাশ কাশেমের ছেলে। বর্তমানে তিনি কোতোয়ালী থানাধীন ৭ নম্বর বাস পার্কিং এলাকায় ভাসমান অবস্থায় বসবাস করছিলেন।
পুলিশ জানায় তার হেফাজত থেকে একটি লোহার তৈরি কাঠের বাটযুক্ত দেশীয় একনলা বন্দুক (ফায়ারিং পিন ও ট্রিগার সংযুক্ত) এবং দুটি তাজা কার্তুজ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত বন্দুকটির মোট দৈর্ঘ্য ২৪ ইঞ্চি, যার মধ্যে কাঠের বাট ৫ ইঞ্চি ও লোহার অংশ ১৯ ইঞ্চি।
এ ঘটনায় কোতোয়ালী থানায় অস্ত্র আইনে মামলা রুজু করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানান ওসি মো. আফতাব উদ্দিন। পুলিশ জানায়, মো. মনিরের বিরুদ্ধে কোতোয়ালী, বাকলিয়া ও চট্টগ্রাম রেলওয়ে থানাসহ বিভিন্ন থানায় ডাকাতির প্রস্তুতি, অস্ত্র আইন, বিস্ফোরক দ্রব্য আইন ও বিশেষ ক্ষমতা আইনে অন্তত ১৫টি মামলা রয়েছে।











