টাইগারপাসে নালায় অজ্ঞাত যুবকের লাশ

আজাদী প্রতিবেদন | শনিবার , ১৯ জুলাই, ২০২৫ at ৬:১৭ পূর্বাহ্ণ

নগরীর খুলশী থানাধীন টাইগারপাস মোড়ের সিএনজি স্টেশনসংলগ্ন নালা থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল দুপুরে স্থানীয় বাসিন্দারা নালায় মরদেহটি পড়ে থাকতে দেখে খুলশী থানায় খবর দেন। পরে পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

পুলিশ জানায়, মরদেহটি নালার পানিতে উপুড় হয়ে ছিল। তার পরনে ছিল গেঞ্জি ও লুঙ্গি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হয়তো হৃদরোগে আক্রান্ত হয়ে অথবা মাদকজনিত কারণে তার মৃত্যু হয়েছে এবং অসাবধানতাবশত তিনি নালায় পড়ে যান। এছাড়া পানির স্রোতের টানে মরদেহটি সেখানে এসে আটকে যেতে পারে।

খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব হোসেন জানান, প্রাথমিকভাবে দেখে মনে হচ্ছেমরদেহটি অন্য কোনও স্থান থেকে পানির স্রোতে ভেসে এসেছে। ফায়ার সার্ভিসের সহায়তায় মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ওই ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। পাশাপাশি সিসিটিভি ফুটেজও দেখা হবে। এ ঘটনায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে

পূর্ববর্তী নিবন্ধবোয়ালখালীতে ওসির গাড়িতে ঢিল
পরবর্তী নিবন্ধগোপালগঞ্জে কারফিউয়ের মেয়াদ আরো বাড়ল, আটক ১৬৪