নগরীর টাইগারপাসে আওয়ামী লীগের দুই গ্রুপে সংঘর্ষের ঘটনা ঘটেছে। গতকাল সোমবার বিকেল সাড়ে তিনটার দিকে টাইগারপাস বহুমুখী উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। পাহাড়তলী ওয়ার্ড ‘গ’ ইউনিট আওয়ামী লীগের সদস্য সংগ্রহ কার্যক্রমে বর্তমান ও সাবেক কাউন্সিলর গ্রুপের মধ্যে এ ঘটনা ঘটে। সংঘর্ষের সময় পুলিশ মো. মানিক (১৮) নামের এক যুবককে ছোরাসহ গ্রেপ্তার করে। এ ঘটনায় পৃথক দুটি মামলা হয়েছে বলে জানিয়েছেন খুলশী থানার ওসি মোহাম্মদ শাহীনুজ্জামান।
গ ইউনিটের সাধারণ সম্পাদক মোহাম্মদ নাছির বলেন, সদস্য সংগ্রহ সভায় যাতে আমি না যাই সেজন্য একটি পক্ষ আমার বিরুদ্ধে পোস্টারিং করে। আমার ছেলে আখতারুজ্জামান কয়েকটি পোস্টার ছিঁড়তে গেলে তাকে মারধর করা হয়। পরে পুলিশ এসে ঘটনাস্থল থেকে একজনকে আটক করেছে। খুলশী থানার ওসি মোহাম্মদ শাহিনুজ্জামান জানান, টাইগারপাস বহুমুখী উচ্চ বিদ্যালয়ে আওয়ামী লীগের দুই গ্রুপে সংঘর্ষ হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এসময় ঘটনাস্থল থেকে পুলিশ এক যুবককে ধারালো ছোরাসহ আটক করেছে। ছোরাসহ যুবক আটকের ঘটনায় পুলিশ বাদী হয়ে অস্ত্র আইনে একটি মামলা করেছে। ওই মামলায় আটক যুবককে গ্রেপ্তার দেখানো হযেছে। অন্যদিকে সংঘর্ষের ঘটনায় স্থানীয় এক ব্যক্তি থানায় লিখিত এজাহার দিয়েছেন।