নেদারল্যান্ডসের বিপক্ষে ঘরের মাঠে তিন ম্যাচের সিরিজটি কেবলই এশিয়া কাপের প্রস্তুতির। তবে এই প্রস্তুতির মাঝেও জয়–পরাজয়ের বিষয়টা জড়িয়ে থাকে সবার আগে। কারণ এমন প্রতিপক্ষের কাছে হারটা কখনোই মানতে পারে না বাংলাদেশের ভক্তরা। এমনকি ক্রিকেটাররাও। যদিও পেশাদারিত্বের খাতিরে তারা বলে–খেলায় হার–জিত থাকবেই। কিন্তু প্রতিপক্ষ বিচারে সেটা মানা কষ্টকর হয়ে দাড়ায়। তাইতো ডাচদের বিপক্ষে সিরিজটি দারুণ এক জয় দিয়ে শুরু করেছে বাংলাদেশ।
আজ সিরিজ নিশ্চিত করতে চায় বাংলাদেশ। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় ম্যাচে নেদারল্যান্ডসের মুখোমুখি হবে টাইগাররা। সন্ধ্যা ৬টায় শুরু হবে ম্যাচটি।
ব্যাটে–বলে দুর্দান্ত পারফরমেন্সে নেদারল্যান্ডসের বিপক্ষে জয় দিয়ে সিরিজ শুরু করে বাংলাদেশ। প্রথম ম্যাচে ৮ উইকেটের জয়ে সিরিজে ১–০ ব্যবধানে এগিয়ে আছে টাইগাররা। প্রথম ম্যাচে তিন বিভাগেই নেদারল্যান্ডসের বিপক্ষে আধিপত্য বিস্তার করে খেলেছে বাংলাদেশ। পারফরমেন্সের ধারাবাহিকতা অব্যাহত রেখে দ্বিতীয় ম্যাচেই সিরিজ জয় নিশ্চিত করতে চান বাংলাদেশ অধিনায়ক লিটন দাস।
প্রথম ম্যাচে বাংলাদেশের জয়ে বড় অবদান রেখেছেন পেসার তাসকিন আহমেদ। ৪ ওভারে ২৮ রানে ৪ উইকেট নেন তিনি। তাসকিনের সাথে বল হাতে নেদারল্যান্ডসের ব্যাটারদের ভুগিয়েছেন অফ স্পিনার সাইফ হাসান। ১৮ রানে ২ উইকেট নেন তিনি। যদিও তিনি দলের গুরুত্বপূর্ণ বোলার নন। তারপরও দলের জয়ে তার অল রাউন্ড ভূমিকা ছিল দারুণ কার্যকর। নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১৩৬ রানের মামুলি সংগ্রহ পায় নেদারল্যান্ডস। জবাবে অধিনায়ক লিটন দাসের হাফ–সেঞ্চুরিতে ১৩৭ রানের টার্গেট ৩৯ বল বাকী রেখেই স্পর্শ করে বাংলাদেশ।
নেদারল্যান্ডসের বিপক্ষে প্রথমবারের মতো সিরিজ নিশ্চিত লক্ষ্য হওয়ায় দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ একাদশে পরিবর্তনের সম্ভাবনা কম। সিরিজ নিশ্চিত হলেই পরের ম্যাচে সাইড বেঞ্চ পরখ করবে বাংলাদেশ দল। সেটা অবশ্য আগেই ঘোষণা করেছিল তারা। তবে বাংলাদেশকে নিজেদের সেরা প্রস্তুতিটা নিতে হবে এই সিরিজে। কারণ ৯ সেপ্টেম্বর থেকে শুরু হতে যাওয়া এশিয়া কাপে গ্রুপ পর্বেই বাংলাদেশকে মোকাবেলা করতে হবে শ্রীলংকা এবং আফগানিস্তানের মত শক্ত প্রতিপক্ষের। এদিকে সিরিজে টিকে থাকার জন্য একাদশে পরিবর্তন আনতে পারে নেদারল্যান্ডস।