আগেরদিন বাংলাদেশ দলের ব্যাটিং পরামর্শকের পদ থেকে পদত্যাগ করেছেন দক্ষিণ আফ্রিকান সাবেক ব্যাটার অ্যাশওয়েল প্রিন্স। তার পদত্যাগ করার পরের দিনই নতুন ব্যাটিং কোচ নিয়োগ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সভাপতি নাজমুল হাসান পাপন বলেছেন জেমি সিডন্স হচ্ছেন বাংলাদেশ ক্রিকেট দলের পরবর্তী ব্যাটিং কোচ।
কদিন আগে বাংলাদেশ দলের নতুন দায়িত্ব দিতে জেমি সিডন্সকে বাংলাদেশে আনা হয়। কিন্তু তার দায়িত্ব কি হবে সেটা নিয়ে ছিল ধোঁয়াসা। শেষ প্রিন্সের সরে দাঁড়ানোতে সমাধান হয়ে গেল সব সমস্যার। আর পাওয়া গেল অনেক প্রশ্নের জবাব।
২০২১ সালের জুলাইয়ে বাংলাদেশের ব্যাটিং পরামর্শক হিসেবে নিয়োগ পেয়েছিলেন দক্ষিণ আফ্রিকার এই তারকা ব্যাটার প্রিন্স। বিসিব্থির সঙ্গে প্রিন্সের কোনো লম্বা সময়ের চুক্তি ছিল না। জিম্বাবুয়ে সিরিজে নিয়োগ পাওয়ার পর ওমান ও আরব আমিরাতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপেও তিনি সাকিব-তামিমদের ব্যাটিং পরামর্শক হিসেবে কাজ করেছেন। গত বুধবার পারিবারিক কারণ দেখিয়ে বাংলাদেশ দলের ব্যাটিং পরামর্শকের পদ থেকে পদত্যাগ করেন প্রিন্স। যদিও অস্ট্রেলিয়ায় আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত চুক্তি ছিল তার। কিন্তু তার আগেই তিনি নিজে থেকে সরে দাঁড়ান।