টাইগারদের ওয়ানডে সিরিজের প্রস্তুতি শুরু কাল থেকে

ক্রীড়া প্রতিবেদক | মঙ্গলবার , ২০ জুন, ২০২৩ at ৬:০৩ পূর্বাহ্ণ

আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্ট ম্যাচে অনেক অর্জন বাংলাদেশের। এই ম্যাচের পর নাজমুল হোসেন শান্ত, মোমিনুল হক, জাকির হাসান, মাহমুদুল হাসান জয়, লিটন দাসের উজ্জল এবং আলো ছড়ানো ব্যাটিং নৈপুণ্যের প্রশংসা চারদিকে। পাশাপাশি তিন পেসার তাসকিন আহমেদ, এবাদত হোসেন ও শরিফুল ইসলামও ভাসছেন প্রশংসার জোয়ারে। আর এমন একটি জয়ের পর সেরকম হওয়াটাই স্বাভাবিক। তার উপর এই টেস্টে ছিলেন না বাংলাদেশের দুই সেরা তারকা তামিম ইকবাল এবং সাকিব আল হাসান। তারপরও টেস্ট ক্যারিয়ারের সেরা সাফল্য অর্জন করেছে বাংলাদেশ এই টেস্ট ম্যাচ থেকে।

তবে সেই টেস্ট জয়ের আনন্দ এবার একপাশে রেখে আবার নতুন করে তৈরি হতে হচ্ছে বাংলাদেশ দলকে। কারণ এই একই দল আফগানিস্তানের বিপক্ষে যে আরেকটা সিরিজ শুরু করতে হবে কোরবানের ঈদের পরেই। আর সেটি হচ্ছে ওয়ানডে সিরিজ। এমনিতেই ওয়ানডে এবং টিটোয়েন্টিতে দারুণ দক্ষ আফগানরা। তার উপর টেস্টে হারের ক্ষতটা তাদের জন্য অনেক বড় হয়ে আছে। তাই এই সিরিজে যে মরণ কামড় দিবে আফগানরা সেটা বলাই যায়। টেস্টে নাকাল হওয়ার পর সম্বিৎ ফিরে পাওয়াই হোক, কিংবা প্রতিশোধ নেয়ার চিন্তা থেকেই হোক ওয়ানডে সিরিজে আফগানরা খেলবে পুরো শক্তি নিয়ে। রশিদ খান, মোহাম্মদ নবি, মুজিবুর রহমান, ফজল হক ফারুকি সবাই আছেন আফগান ওয়ানডে দলে। কাজেই কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে তামিমের দলের জন্য।

একইভাবে অধিনায়ক তামিম ইকবাল আর সাকিব আল হাসানকে নিয়ে বাংলাদেশ তাদের ওয়ানডে স্কোয়াড ঘোষণা করেছে। তারা এরই মধ্যে ব্যক্তিগত পর্যায়ে অনুশীলনও শুরু করেছেন। ঈদের পর ৫ জুলাই থেকে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। এদিকে আফগানদের বিপক্ষে ওয়ানডে সিরিজে মাঠে নামার আগে টিম বাংলাদেশও প্রস্তুতিটা ভাল করেই নিতে চাচ্ছে। আর সে প্রস্তুতি শুরু হচ্ছে আগামীকাল বুধবার থেকে। প্রচণ্ড গরমে সপ্তাহ খানেকের মত ট্রেনিং করার পর ৪দিন টেস্ট খেলে ক্লান্ত লিটন, শান্ত, মুশফিক, মিরাজ, তাইজুল, তাসকিন, এবাদত আর শরিফুলরা সে অর্থে বিশ্রাম পাচ্ছেন না। ঈদের ছুটির আগে মাত্র ২ দিন বিশ্রামের পর আগামীকাল বুধবার থেকেই শুরু হচ্ছে অনুশীলন।

গতকাল এবং আজ পূর্ণ বিশ্রাম ক্রিকেটারদের। আগামীকাল শুরু হয়ে ওয়ানডে দলের অনুশীলন চলবে ঈদের আগে ২৪ জুন পর্যন্ত। এরপর ঈদের ছুটি। ছুটির পর ২ জুলাই থেকে ওয়ানডে সিরিজের মূল ভেন্যু চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হবে অনুশীলন। সেখানে তিনদিন অনুশীলনের সুযোগ পাবে টাইগাররা ম্যাচের আগে। আর এভাবেই আফগানদের বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য নিজেদের প্রস্তুত করে নিতে চাইছে বাংলাদেশ দল।

পূর্ববর্তী নিবন্ধপাথরঘাটা দূর্বার-কোয়ালিটি ব্লুজ খেলা পরিত্যক্ত
পরবর্তী নিবন্ধসিএসইতে লেনদেন ১২.৯১ কোটি টাকা