বাংলাদেশ দলের শ্রীলংকা সফর এখনো অনিশ্চিত হয়ে আছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড তাদের অবস্থানের কথা জানিয়েছিল অনেক আগেই। কিন্তু শ্রীলংকা ক্রিকেট বোর্ড এখনো আনুষ্ঠানিকভাবে বিসিবিকে কিছুই জানায়নি। তবে সিরিজ যে হচ্ছে, এমনটি আভাস দিয়েছে বিসিবি। আর এই সফর হতে পারে আগামী মাসের দ্বিতীয় সপ্তাহে। এদিকে রোববার থেকেই ক্রিকেটারদের অনুশীলনে বিরতি দেওয়া হচ্ছে তিন দিন। বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান আকরাম খান বলেন, ‘আমরা তিন দিনের বিরতি দিয়েছি। তিন দিন পর আবার অনুশীলন চলবে।’ শনিবার মিরপুরের হোম অব ক্রিকেটে কোচ এবং নির্বাচকদের সঙ্গে বৈঠক শেষে আকরাম খান জানান, লংকানদের কাছ থেকে বিস্তারিত নির্দেশিকা এখনো বিসিবির কাছে আসেনি। তাই সিরিজ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত এখনো নেওয়া যাচ্ছে না। তবে সিরিজটি হচ্ছে। আকরাম খান বলেন, ‘সর্বশেষ শ্রীলংকা ক্রিকেট বোর্ড যেটা বলেছে যে, ব্যাপারটা ওদের হাতে নেই, স্বাস্থ্য মন্ত্রণালয়ের ব্যাপার। স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে ওরা গতকালও আশা করেছিল কিছু পাবে। ওরা আশা করছে আগামী দুই–তিনদিনের মধ্যে আমাদের জানাবে। ওরা চেষ্টা করছে, ওরা চাচ্ছে যত তাড়াতাড়ি সম্ভব ওদের একটা নির্দেশিকা আমাদের দিতে। আমরা আশাবাদী, ওরাও ইতিবাচক। আজকে ও আগামীকাল বন্ধ থাকায় হয়তো সোম, মঙ্গলবারে (নির্দেশিকা) দেবে।’ আকরাম খান আরও জানান, সফর পেছালে টেস্টের সংখ্যা কমতে পারে বলে আশঙ্কা করা হচ্ছিল। সেটা আর হচ্ছে না। তিনি বলেন, ‘যদি সবকিছু ইতিবাচকভাবে এগোয়, আমরা আগামী মাসের ৭–১০ তারিখের মধ্যে যেতে পারি। যেহেতু ওদের টি–টোয়েন্টি টুর্নামেন্ট হওয়ার কথা ছিল সেটা যথাসময়ে হচ্ছে না, সেহেতু ওদের ও আমাদের কাছেও সময় আছে। ওটা নিয়ে চিন্তার বিষয় না। যেহেতু সময় আছে, সেহেতু টেস্ট চ্যাম্পিয়নশিপের তিনটি টেস্ট ছিল, তিনটিই থাকবে।’