নিজের ৩৫তম জন্মদিনে টস হারলেন বাংলাদেশের অধিনায়ক তামিম ইকবাল। আর টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে আয়ারল্যান্ড।
গতকাল রোববার দিনভর সিলেটে বৃষ্টি হয়েছে। আজ সোমবার সকাল থেকে বৃষ্টি না হলেও আকাশ মেঘলা রয়েছে। তাই প্রথম ম্যাচের মতো দ্বিতীয় ওয়ানডেতে তিন পেসার নিয়ে একাদশ সাজিয়েছে বাংলাদেশ।
স্বাগতিকদের একাদশে এসেছে একটি পরিবর্তন। মুস্তাফিজুর রহমানের পরিবর্তে একাদশে ফিরেছেন হাসান মাহমুদ। আর ইনজুরির কারণে এ ম্যাচেও খেলা হচ্ছে না মেহেদী হাসান মিরাজের।
এদিকে আইরিশদের একাদশেও এসেছে একটি পরিবর্তন। লেগ স্পিনার গ্যারেথ ডিলানির জায়গায় একাদশে সুযোগ পেয়েছেন ম্যাথু হামফ্রিস। এই ম্যাচ দিয়ে অভিষেক হলো ২০ বছর বয়সী বাঁহাতি স্পিনারের।
তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, তৌহিদ হৃদয়, ইয়াসির আলী, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, ইবাদত হোসেন ও নাসুম আহমেদ।
আয়ারল্যান্ড একাদশ
অ্যান্ড্রু বলবার্নি (অধিনায়ক), মার্ক এডেয়ার, কার্টিস ক্যাম্ফার, জর্জ ডকরেল, স্টিফেন ডোহেনি, গ্রাহাম হিউম, ম্যাথু হামফ্রিস, অ্যান্ড্রু ম্যাকব্রাইন, পল স্টার্লিং, হ্যারি টেক্টর, লরকান টাকার।