টস হেরে ব্যাটিংয়ে চট্টগ্রাম

আজাদী অনলাইন | শুক্রবার , ২৮ জানুয়ারি, ২০২২ at ৩:০৪ অপরাহ্ণ

ঢাকার প্রথম পর্ব শেষে চট্টগ্রাম পর্ব শুরু হলো বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) অষ্টম আসরের। চট্টগ্রাম পর্ব শুরু হয়েছে চট্টগ্রামের ম্যাচ দিয়েই। চলতি আসরে এ পর্যন্ত ৩ ম্যাচ খেলে দুই জয়ে পয়েন্ট টেবিলে দুই ন্মবরে রয়েছে চট্টগ্রাম। অন্যদিকে খুলনার অবস্থান চারে। মুশফিকের নেতৃত্বাধীন খুলনা জয় পেয়েছে দুটির ১ ম্যাচে।

আজ শুক্রবার দুই দলের লড়াইয়ের আগে টস জিতে চট্টগ্রামকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছে খুলনা টাইগার্স। শেষ খবর পাওয়া পর্যন্ত ৪ উইকেটে ১৭ ওভারে চট্টগ্রামের সংগ্রহ ১১৭ রান।

এদিকে চট্টগ্রামের বিপক্ষে ম্যাচ দিয়ে খেলায় ফিরেছেন সৌম্য সরকার। আসরে প্রথম দুই ম্যাচে সৌম্য খেলতে পারেননি কোভিড পজিটিভ হওয়ায়। খুলনার একাদশ থেকে বাদ পড়েছেন অল-রাউন্ডার সোহরাওয়ার্দি শুভ। দলে ফিরেছন আগের ম্যাচে চোটে পড়া আন্দ্রে ফ্লেচারও।

খুলনা টাইগার্স: মুশফিকুর রহিম (অধিনায়ক), আন্দ্রে ফ্লেচার, সৌম্য সরকার, রনি তালুকদার, ইয়াসির আলী, থিসারা পেরেরা, শেখ মেহেদী হাসান, ফরহাদ রেজা, কামরুল ইসলাম, সেকুগে প্রসন্ন, নাবিল সামাদ।

চট্টগ্রাম চ্যালেঞ্জার্স: কেনার লুইস, উইল জ্যাকস, আফিফ হোসেন, শামিম হোসেন, সাব্বির রহমান, বেনি হাওয়েল, মেহেদী মিরাজ (অধিনায়ক), নাঈম ইসলাম, শরিফুল ইসলাম, রেজাউর রহমান ও নাসুম আহমেদ।

পূর্ববর্তী নিবন্ধপটিয়ায় বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুনে পুড়ল লবণ কারখানা
পরবর্তী নিবন্ধখাগড়াছড়িতে নদীতে ডুবে প্রাণ গেল ভাই-বোনসহ তিন শিশুর