কানাডার টরন্টো বিশ্ববিদ্যালয়ের স্কারবোরো ক্যাম্পাসের কাছে ২০ বছর বয়সী এক ভারতীয় ছাত্রকে গুলি করে হত্যা করা হয়েছে। বুধবার এক বিবৃতিতে পুলিশ জানায়, স্থানীয় সময় গত মঙ্গলবার বিকেল সাড়ে ৩টার দিকে হাইল্যান্ড ক্রিক ট্রেইল ও ওল্ড কিংস্টন রোড এলাকায় একজন গুরুতর আহত ব্যক্তির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। খবর বিডিনিউজের।
সেখানে গুলিবিদ্ধ অবস্থায় ভারতী শিক্ষার্থী শিবাঙ্ক অবস্থিকে পাওয়া যায়। ঘটনাস্থলেই তাকে মৃত ঘোষণা করা হয়। পুলিশের তথ্য অনুযায়ী, চলতি বছর টরোন্টো শহরের ৪১তম হত্যাকাণ্ড এটা। ঘটনার পর খুনিরা পালিয়ে যায়। ভারতীয় গণমাধ্যম এনডিটিভি লিখেছে, অপরাধীকে চিহ্নিত এবং গ্রেপ্তার করতে জনসাধারণের সহায়তা চেয়েছে টরন্টো পুলিশ। ভারত সরকারের প্রতিক্রিয়া: শিবাঙ্ক অবস্থির এমন মৃত্যুতে গভীর শোক ও উদ্বেগ প্রকাশ করেছে ভারত। টরন্টোতে ভারতীয় কনস্যুলেট জেনারেল এক্স–এ এক বিবৃতিতে জানিয়েছে, তারা শোকসন্তপ্ত পরিবারের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছে এবং স্থানীয় কর্তৃপক্ষের সহায়তায় প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা দিচ্ছে। বিবৃতিতে বলা হয়, “টরন্টো বিশ্ববিদ্যালয়ের স্কারবোরো ক্যাম্পাসের কাছে গুলিতে তরুণ ভারতীয় ছাত্র শিবাঙ্ক অবস্থির মৃত্যুর ঘটনায় আমরা গভীরভাবে মর্মাহত।”এদিকে কানাডায় ভারতীয়দের ওপর হামলার ঘটনা বাড়ছে। শিবাঙ্ক হত্যাকাণ্ডের মাত্র এক সপ্তাহ আগে টরন্টোতেই হিমাংশি খুরানা নামে ৩০ বছর বয়সী এক ভারতীয় নারী খুন হন। গত শনিবার তার মরদেহ একটি বাসা থেকে উদ্ধার করা হয়। ওই ঘটনায় টরন্টোর বাসিন্দা ৩২ বছর বয়সী আব্দুল গাফুরির বিরুদ্ধে পরোয়ানা জারি করা হয়েছে।












