টরন্টোতে শাফিনের গানে-গিটারে মেতে উঠবে ‘বাংলাদেশ ফেস্টিভ্যাল’

| শুক্রবার , ১৭ মে, ২০২৪ at ৮:২০ পূর্বাহ্ণ

কানাডার বাংলাদেশি কমিউনিটির সর্ববৃহৎ ইনডোর ইভেন্ট ‘বাংলাদেশ ফেস্টিভ্যাল’ শুরু হবে আগামীকাল শনিবার। সেই মঞ্চ মাতাতে ব্যান্ডসংগীতের জনপ্রিয় শিল্পী শাফিন আহমেদ এখন টরন্টোতে। উৎসবের কর্ণধার সাংবাদিক শহিদুল ইসলাম মিন্টু জানান, সপ্তম বাংলাদেশ ফেস্টিভ্যাল উদ্বোধন করবেন টরন্টোস্থ বাংলাদেশ কনসুলেটের কনসাল জেনারেল মোহাম্মদ ফারুক হোসন। প্রধান অতিথি থাকবেন টরন্টো সিটি মেয়র অলিভিয়া চাউ।

শিল্পী শাফিন আহমেদ বলেন, আমার গানের জন্য টরন্টো অভিবাসী বাঙালিরা অপেক্ষা করছেন। এটা আমার জন্য অন্যরকমের আনন্দ এবং প্রাপ্তি। আলাপচারিতায় শাফিন আরও জানান, সমপ্রতি তাকে নিয়ে একটি বায়োগ্রাফি বেরিয়েছে-‘পথিকার’।

যার অনুলিখন লিখেছেন সাজ্জাদ হুসাইন। মনোজিৎ দাশগুপ্ত থেকে তিনি কীভাবে শাফিন আহমেদ হলেন, মুক্তিযুদ্ধের বিজয় দেখলেন, কলকাতা থেকে ঢাকায় এলেন। হাতিরপুল বাজারে স্টেশনারি দেওয়া, এক পর্যায় বিদেশে যাওয়া, হাতে নিলেন গিটার, জীবন সংগ্রাম। মা বাবা বিখ্যাত ফিরোজা বেগম আর কমল দাশগুপ্তের কথা, নিজের কথা সব মিলিয়ে সমৃদ্ধ ‘পথিকার’ বইটি। তিনি বলেন, আমার গানের মতো বইটিও গুরুত্বপূর্ণ।

পূর্ববর্তী নিবন্ধফুড ফেস্ট ও কনসার্ট, গাইবে ৬ ব্যান্ড
পরবর্তী নিবন্ধরেলিগেশন পর্বে শতদল জুনিয়রের জয়লাভ