টমটম উল্টে গাছের সঙ্গে ধাক্কা, শিশু নিহত

চকরিয়া প্রতিনিধি | শনিবার , ২০ ডিসেম্বর, ২০২৫ at ৬:০৪ পূর্বাহ্ণ

কক্সবাজারের চকরিয়ায় সড়কের পাশের গাছের সঙ্গে ধাক্কা লেগে টমটমের (ইজিবাইক) যাত্রী তানিয়া আক্তার (১০) নামের এক শিশু নিহত হয়েছে। আহত হয়েছেন বাবামাসহ কয়েকজন যাত্রী। তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

গতকাল শুক্রবার রাত সাড়ে নয়টার দিকে উপজেলার পূর্ব বড় ভেওলা ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডের লালব্রীজের উত্তরে ঈদমনি এলাকার আবচার কোম্পানির দোকানের পাশে এই দুর্ঘটনা ঘটে। নিহত শিশু তানিয়া আক্তার চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের রাস্তার মাথা এলাকার মনুর আলমের কন্যা।

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন পূর্ব বড় ভেওলা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হারুনুর রশীদ। তিনি বলেন, শুক্রবার রাতে বাবামায়ের সাথে ঈদমনি এলাকার নুরুল আবছার ড্রাইভারের বাড়িতে বেড়াতে যাচ্ছিল শিশু তানিয়াও। এ সময় টমটম গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে একটি গাছের সঙ্গে ধাক্কা লেগে উল্টে যায়। এতে ঘটনাস্থলে প্রাণ হারায় শিশু তানিয়া। পরে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত্যু ঘোষণা করেন। এ ঘটনায় তাঁর মাবাবাসহ আরও কয়েকজন যাত্রী গুরুতর আহত হয়েছেন।

ইউপি চেয়ারম্যান বলেন, ঘটনাস্থল থেকে টমটম গাড়িটি জব্দ করে ইউনিয়ন পরিষদের দফাদারের কাছে জিম্মায় রাখা হয়েছে। তাৎক্ষণিক ঘটনাটি চকরিয়া থানার ওসিকে সবিস্তারে জানানো হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধ২৪ বছর পর হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধশান্তিপূর্ণ ও উন্নত সমাজ গঠন করাই আমাদের লক্ষ্য : আবু সুফিয়ান