হাটহাজারীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে টপ সয়েল কাটার অপরাধে মো. হেলাল উদ্দিন (২৬) ও মো. মাসুদ (২১) নামে দুই ব্যক্তিকে দুই মামলায় এক লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার মির্জাপুর ইউনিয়নের চারিয়া এলাকায় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার (ভূমি) মো. শাহেদ আরমানের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।
দণ্ডিত মো. হেলাল উদ্দিন ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলার ছোট মানিকা ইউপির বাসিন্দা মো. আলী দারোগার এবং মো. মাসুদ একই এলাকার মো. বুলু হোসেনের পুত্র।
জানা গেছে, উপজেলার মির্জাপুর ইউনিয়নের চারিয়া এলাকায় আবাদযোগ্য কৃষি জমি থেকে অবৈধভাবে স্কেভেটরের সাহায্যে টপ সয়েল (জমির উপরিভাগের মাটি) কাটা হচ্ছে–এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় উপজেলা প্রশাসন। এ সময় জিজ্ঞাসাবাদে টপ সয়েল কাটার কাজে জড়িত ব্যক্তিদ্বয় তাদের অপরাধ স্বীকার করায় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০২৩ অনুযায়ী তাদের দুজনকে ৫০ হাজার টাকা করে মোট এক লাখ টাকা অর্থদণ্ড দিয়ে তা ডিসিআর মূলে আদায় করে ভবিষ্যতের জন্য সতর্ক করা হয়। অভিযান পরিচালনার সময় হাটহাজারী মডেল থানা পুলিশের একটি টিম সহযোগিতা করে।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মো. শাহেদ আরমান জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।












