টঙ্গীতে ‘জুলাই যোদ্ধা’ তাহরিমা গ্রেপ্তার

| শুক্রবার , ২৬ ডিসেম্বর, ২০২৫ at ৮:৫৮ পূর্বাহ্ণ

সামাজিক যোগাযোগ মাধ্যমে কুরুচিপূর্ণ মন্তব্য, মামলা বাণিজ্য ও প্রতারণাসহ বিভিন্ন অভিযোগে গাজীপুরে এক তরুণিকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী। গ্রেপ্তার তাহরিমা জান্নাত সুরভী (২১) নিজেকে গত বছরের জুলাইয়ের ছাত্রজনতার অভ্যুত্থানে অংশগ্রহণকারী ‘সমন্বয়ক’ হিসেবে পরিচয় দিতেন। খবর বিডিনিউজের।

গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে টঙ্গী পূর্ব থানার গোপালপুর টেকপাড়া এলাকার বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন টঙ্গী পূর্ব থানার ওসি মেহেদী হাসান। সুরভী ওই এলাকার সেলিম মিয়ার মেয়ে এবং গাজীপুরের ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের শিক্ষার্থী। সামাজিক যোগাযোগমাধ্যমের বিভিন্ন ভিডিও, বিতর্কিত কর্মকাণ্ড ও টার্গেট করা লাইভের মাধ্যমে তিনি পরিচিত মুখ হয়ে ওঠেন।

ওসি মেহেদী হাসান বলেন, সুরভীর বিরুদ্ধে কালিয়াকৈর থানায় নাইমুর রহমান দুর্জয় নামের যুবকের করা মামলায় গ্রেপ্তারি পরোয়ানা ছিল। মামলায় চাঁদাবাজি, অপহরণ করে অর্থ আদায় ও ব্ল্যাকমেইলিংএর অভিযোগ আনা হয়েছে। গত বছরের জুলাইআগস্ট আন্দোলনের সময় গুলশান ও বাড্ডা এলাকায় সংঘটিত একাধিক হত্যা মামলায় নাম জড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ওই ব্যবসায়ীর কাছ থেকে বিপুল অঙ্কের টাকা দাবি করা হয়। পরে মামলার আসামি বানানো, পুলিশি হয়রানি ও গ্রেপ্তারের ভয় দেখিয়ে এবং পরে ‘মীমাংসা’ করে দেওয়ার প্রলোভনে ধাপে ধাপে প্রচুর অর্থ আদায় করা হয়। পুলিশের তদন্তে উঠে এসেছে, এই চক্রটির নেতৃত্বে ছিলেন তাহরিমা জান্নাত সুরভী।

এ বিষয়ে জানতে চাইলে এনসিপি গাজীপুর মহানগর কমিটির আহ্বায়ক হোসাইন আল মামুন বলে, উনি জুলাই যোদ্ধা ছিলেন কিনা তা আমার নলেজে নাই। তার বিষয়ে খোঁজ খবর নেওয়া হচ্ছে। ওসি মেহেদী হাসান বলেন, যৌথ বাহিনীর অভিযান শেষে সুরভীকে থানায় হস্তান্তর করা হয়েছে। আইনি প্রক্রিয়ায় তাকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।

পূর্ববর্তী নিবন্ধরাঙামাটির সুবলং চ্যানেলে পর্যটকবাহী বোট ডুবি
পরবর্তী নিবন্ধসীতাকুণ্ডে অজ্ঞাত গাড়ির চাপায় পথচারী নিহত