পেকুয়া উপজেলাধীন পশ্চিম টইটং রহমানিয়া আদর্শ ইবতেদায়ী মাদ্রাসায় ৫ম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল গত শনিবার সকাল ১০টায় মাদ্রাসা মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। প্রধান শিক্ষক মাওলানা জিয়াউল হক শফিকীর সভাপতিত্বে ও সহকারী শিক্ষক আনিসুর রহমানের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পূর্ব টইটং জানআলী মুড়া নূরানী তালিমুল কুরআন মাদ্রাসার সভাপতি মো. বখতিয়ার উদ্দিন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম কাট্টলী সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মাওলানা মুহাম্মদ সাইফুল ইসলাম, কঙবাজার ঈদগাঁহ আদর্শ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক জসিম উদ্দিন, পূর্ব টইটং জানআলী মুড়া নূরানী তালিমুল কুরআন মাদ্রাসার সেক্রেটারি মুহাম্মদ নুরুল আমিন সাঈদ। শিক্ষকদের পক্ষে বক্তব্য রাখেন মাওলানা মুহাম্মদ ইউসুফ, আসমা উল হুসনা, নুসরাত জাহান ও কানিজ ফাতেমা। শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখে ফারহানা মাহবুবা মীম, আসরাফুন্নাহার তাশফিয়া, মাহি মোস্তফা নূরী।
অনুষ্ঠানে মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সহকারী অধ্যাপক মুহাম্মদ হামিদুর রহমান সেন্টার ফর রিসার্চ এন্ড পলিসি স্টাডিজ, চট্টগ্রাম এর সেক্রেটারি নির্বাচিত হওয়ায় শিক্ষক–শিক্ষিকা, অভিভাবক ও শিক্ষার্থীদের পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। অনুষ্ঠানে বিদায়ী শিক্ষার্থীদের হাদিয়া হিসেবে শিক্ষা সামগ্রী তুলে দেন অতিথিবৃন্দ। পরে মাদ্রাসার প্রতিষ্ঠাতা মুহাম্মদ হামিদুর রহমানের মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। প্রেস বিজ্ঞপ্তি।












