টইটং রহমানিয়া আদর্শ মাদরাসার অভিভাবক সমাবেশ

| শনিবার , ৪ জানুয়ারি, ২০২৫ at ৫:৫৯ পূর্বাহ্ণ

পেকুয়া উপজেলাধীন পশ্চিম টইটং রহমানিয়া আদর্শ ইবতেদায়ি মাদরাসার বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ, অভিভাবক সমাবেশ ও দুআ মাহফিল ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত হয়েছে। সকাল ১০ টায় মাদরাসা মিলনায়তনে মাদরাসার প্রধান শিক্ষক মুহাম্মদ জিয়াউল হক শফিকীর সভাপতিত্বে ও সহকারী শিক্ষক ঈমাম হোসাইনের পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সহকারী অধ্যাপক ও মাদ্রাসার প্রতিষ্ঠাতা সেক্রেটারি অধ্যাপক মুহাম্মদ হামিদুর রহমান।

বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির পেকুয়া উপজেলা শাখার সাবেক অফিস সম্পাদক রাকিবুল ইসলাম, চুনতী হাকিমিয়া কামিল (এম.) মাদরাসার শিক্ষার্থী আসিফুর রহমান। শিক্ষকদের পক্ষে বক্তব্য রাখেন আনিসুর রহমান, আছমাউল হোসনা, নুসরাত জাহান ও কানিজ ফাতেমা। এতে প্রধান অতিথি বলেন, মাদরাসায় ভর্তি কাযর্কম শুরু হয়েছে। তিনি সবাইকে মাদরাসায়ে সন্তানদের ভর্তি করানোর জন্য আহ্বান জানান। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধলামায় নিখোঁজ স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার
পরবর্তী নিবন্ধরাঙ্গুনিয়া নুরুল উলুম মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণ