টইটং আলহেরা একাডেমিতে সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

| রবিবার , ১৮ ফেব্রুয়ারি, ২০২৪ at ৯:৪৬ পূর্বাহ্ণ

সৎ যোগ্য ও আদর্শ নাগরিক তৈরির দৃঢ় প্রত্যয়ে প্রতিষ্ঠিত টইটংয়ের প্রথম ব্যতিক্রমধর্মী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান টইটং আলহেরা মডেল একাডেমিতে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গত শুক্রবার সকাল ১০টায় অনুষ্ঠিত হয়েছে। একাডেমির পরিচালনা পর্ষদের সভাপতি মাওলানা মুহাম্মদ আব্দুর রশিদের সভাপতিত্বে ও প্রধান শিক্ষক মাওলানা এম তারেকুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন পশ্চিম টইটং রওজাতুন্নবী (.) মডেল হেফজখানার প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যক্ষ মাওলানা মুহাম্মদুল্লাহ ফিরোজ। স্বাগত বক্তব্য রাখেন পশ্চিম টইটং রহমানিয়া আদর্শ ইবতেদায়ী মাদরাসার প্রধান শিক্ষক ও একাডেমির রেক্টর মাওলানা মুহাম্মদ জিয়াউল হক শফিকী।

প্রধান অতিথির বক্তব্য রাখেন পূর্ব টইটং জানালীমুরা নুরানি তালিমুল কুরআন মাদ্রাসার সভাপতি মুহাম্মদ বখতিয়ার উদ্দিন, প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন রাজাখালী বি ইউ আই কামিল মাদ্রাসার সহকারী অধ্যাপক মাওলানা নুরুজ্জামান মনজু, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কঙবাজার প্রধান ডাকঘরের পোস্টাল অফিসার মুহাম্মদ তৌহিদ কামাল, শিলখালী আইডিয়াল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা জয়নাল আবেদীন, টইটং ইক্করা স্কুল এন্ড কলেজের পরিচালক মাস্টার আবদুল মাজিদ, টইটং গ্রাজুয়েট সোসাইটির সেক্রেটারি মুহাম্মদ শাহ জাহান, ঈদগাহ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক জসিম উদ্দিন। পরিচালকদের পক্ষে বক্তব্য রাখেন শিক্ষক মাওলানা মুহাম্মদ সাইফুল ইসলাম, পশ্চিম মির্জাপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মুহাম্মদ রিয়াদ উদ্দিন, সহকারী শিক্ষক আবদুল মান্নান, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের মেডিকেল টেকনোলজিস্ট মুহাম্মদ সালাহ উদ্দিন। অভিভাকদের পক্ষে বক্তব্য রাখেন সহকারী শিক্ষক রহমত উল্লাহ, আইনজীবী সহকারী জমির হোছাইন, পল্লী চিকিৎসক ডা. মোসলেম উদ্দিন।

অনুষ্ঠানে একাডেমির ২০২৩ শিক্ষাবর্ষের বার্ষিক পরীক্ষায় মেধার স্বাক্ষর রাখা শিক্ষার্থী এবং ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ী ২৪ জনের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধ৪০নং ওয়ার্ডে জেলে সমপ্রদায়ের মাঝে ভিজিএফ কার্ডের চাল বিতরণ
পরবর্তী নিবন্ধআনোয়ারায় দুই ব্যবসায়ীকে আহত করে মোবাইল ও টাকা ছিনতাই