লোহাগাড়া উপজেলার টংকাবতীরকূল গ্রামে পল্লী প্রগতি সংঘের উদ্যোগে উত্তরায়ন সংক্রান্তি উপলক্ষে মহোৎসব উদ্যাপন পরিষদের ৫০ বছর পূর্তিতে সুবর্ণজয়ন্তী পাঁচদিনব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠানমালার মধ্যদিয়ে গতকাল ১২ জানুয়ারি থেকে শুরু হয়েছে।
সকালে বর্ণাঢ্য র্যালি বের করা হয়। পরে ফ্রি চিকিৎসা সেবা ক্যাম্পের আয়োজন করা হয়। ক্যাম্পে বিভিন্ন বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা রোগীদের ফ্রি চিকিৎসা প্রদান করা হয়। সন্ধ্যায় বিশ্বশান্তি কামনায় মহাধর্মসম্মেলন অনুষ্ঠিত হয়। প্রদীপ প্রজ্বালনের মাধ্যমে ধর্মসম্মেলনের উদ্বোধন করেন শঙ্করমঠ ও মিশনের অধ্যক্ষ স্বামী তপনানন্দ গিরি মহারাজ। স্বাগত বক্তব্য রাখেন বিজিসি ট্রাস্টের সাবেক জিএম অশোক কুমার দাশ ও শুভেচ্ছা বক্তব্য রাখেন অনুপ ভট্টাচার্য। উখিয়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ অধ্যাপক অজিত দাশের সভাপতিত্বে এবং পাহাড়তলী রেলওয়ে টিকেট প্রিন্টিং স্কুলের প্রধান শিক্ষক মৃণাল কান্তি দাশ ও বাচিক শিল্পী স্বস্তিকা দাশ প্রান্তির সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি ছিলেন লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ইনামুল হাছান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পালি বিভাগের সাবেক চেয়ারম্যান প্রফেসর ড. জিনবোধি ভিক্ষু, জেলা পরিষদের প্রকৌশলী অপু বড়ুয়া, অধ্যাপক স্বপন কুমার চৌধুরী, ড. রামেন্দু পারিয়াল, ক্রাস্ট চার্চের পুরোহিত রেভা. রিপন রায়, জনতা ব্যাংকের প্রাক্তন ডিজিএম শম্ভু দাশ, অ্যাড. রঞ্জন মিত্র প্রমুখ। অনুষ্ঠানে অতিথিবৃন্দ সুবর্ণজয়ন্তী উপলক্ষে ‘উত্তরায়ণ’ স্মরণিকার মোড়ক উন্মোচন করেন। শেষে সঙ্গীতানুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন কুষ্টিয়ার প্রখ্যাত বাউল শিল্পী ভজনক্ষ্যাপা ও ভারতের প্রখ্যাত লীলা কীর্তনীয়া রাধা রাণী মন্ডল। প্রেস বিজ্ঞপ্তি।











