একটি ঝড় বয়ে গেল শিল্পা শেঠির জীবনের উপর দিয়ে, তা এনেছিলেন তার স্বামী রাজ কুন্দ্রা পর্নগ্রাফির মামলায় গ্রেপ্তার হওয়ার কারণে। দুই মাস কারাগারে থাকার পর জামিনে মুক্তি পেয়েছেন ব্যবসায়ী রাজ, আর তা ঝড়ের পর রঙধনুর মতো মনে হচ্ছে স্ত্রী শিল্পার কাছে। খবর বিডিনিউজের।
আদালতে জামিন মঞ্জুরের পরদিন মঙ্গলবার মুম্বাইয়ের কারাগার থেকে রাজ কুন্দ্রা ছাড়া পান। এনটিভি জানিয়েছে, বেলা সাড়ে ১১টার দিকে আর্থার রোডের কারাগার থেকে মুক্তি পান রাজ কুন্দ্রা। ৫০ হাজার রুপি মুচলেকায় আগের দিন আদালত তার জামিন মঞ্জুর করে। জে এল স্ট্রিম অ্যাপের মালিক রাজ কুন্দ্রাকে পর্ন ক্লিপ তৈরি করে অ্যাপের মাধ্যমে ছড়ানোর অভিযোগে গত ১৯ জুলাই গ্রেপ্তার করার পর স্ত্রী বলিউড তারকা শিল্পা শেঠিকে এক ঝড়ের মধ্যে পড়তে হয়। তার ক্যারিয়ারও পড়ে হুমকির মুখে।