ঘূর্ণিঝড় সিত্রাং এর প্রভাবে সেন্টমার্টিন জেটি এলাকায় নোঙর করা প্রায় ১৩ টি মাছধরা নৌকা সাগরে ডুবে গেছে। এর মধ্যে ২টি নৌকা সাগরের গভীরে চলে গেছে বলে নিশ্চিত করেন সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান। এছাড়া টেকনাফ সদর, সাবরাং শাহপরীর দ্বীপ, হ্নীলাসহ বিভিন্ন এলাকায় দমকা হাওয়ায় কিছু গাছ উপড়ে গেছে। টেকনাফ উপজেলা চেয়ারম্যান নুরুল আলমসহ উপজেলা প্রশাসনের একটি টিম টেকনাফের শাহপরীর দ্বীপের জালিয়া পাড়া, দক্ষিণ পাড়া, মাঝের পাড়া ও উপকূলী বেড়িবাঁধ এলাকা পরিদর্শন করে সকলকে নিরাপদ আশ্রয়ে যাওয়ার পরামর্শ দেন।
ঘূর্ণিঝড় সিত্রাংয়ের তোড়ে সেন্টমার্টিনে একটি বিদেশি বলগেট জাহাজ ভেসে আসে। গতকাল সোমবার দুপুরের দিকে দ্বীপের ছেঁড়া দ্বীপ এলাকায় জাহাজটি ভেসে আসে। নাবিক বিহীন জাহাজটির ওপরের অংশ খোলা। এতে অনেক কন্টেইনার ও অন্যান্য প্রয়োজনীয় মালামাল রয়েছে। সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মুজিবুর রহমান বলেন, বিদেশি জাহাজ ভেসে আসার খবরটি ইতিমধ্যে প্রশাসনকে অবহিত করা হয়েছে।