পটিয়ায় ঝোপের ভেতর লিচু গাছে ঝুলন্ত এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। ওই ব্যক্তির মোবাইল ফোনের রিংটোন বাজতে থাকায় পাশ দিয়ে কাজে যাওয়ার পথে শ্রমিকদের চোখে পড়ে লাশটি। উপজেলার কচুয়াই ইউনিয়নের চা বাগান এলাকা থেকে উদ্ধার করা লাশটি
স্থানীয় একটি ব্রিক ফিল্ডের নৈশ প্রহরী মোহাম্মদ ইউনুস মিয়ার (৫৫)। গতকাল মঙ্গলবার সকালে পুলিশ লাশটি উদ্ধার করে। ইউনুস কচুয়াই ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের দক্ষিণ শ্রীমাই লালারখীল গ্রামের মৃত আবদুস সোবহানের ছেলে।
স্থানীয়রা জানান, সকালে একদল শ্রমিক পাহাড়ে কাজে যাচ্ছিলেন। এসময় কয়েকজন শ্রমিক ঝোপের ভেতর দীর্ঘক্ষণ ধরে মোবাইল ফোন বাজতে শুনে থেমে যান। কয়েকজন শ্রমিক কাছে গিয়ে দেখেন ঝোপের ভেতর লিচু গাছের সাথে রশিতে বাঁধা লাশটি ঝুলছিল। খবর পেয়ে বেলা ১১টার দিকে পুলিশ এসে লাশটি উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠায়। মোহাম্মদ ইউনুস মিয়া (৫৫) স্থানীয় কাশেম ব্রিক ফিল্ডে নৈশ প্রহরী হিসেবে কর্মরত ছিলেন।
পটিয়া থানার ওসি রেজাউল করিম মজুমদার জানিয়েছেন, ‘একটি গাছে ঝুলন্ত অবস্থায় একজন নৈশ প্রহরীর লাশ উদ্ধার করা হয়েছে। তাকে কেউ হত্যা করেছে কি না তা খতিয়ে দেখতে পুলিশি তদন্ত অব্যাহত রয়েছে।’