থানা থেকে লুট করে নেয়ার প্রায় দুই মাস পর গতকাল হালিশহর থানা এলাকায় পরিত্যক্ত অবস্থায় একটি পিস্তল উদ্ধার করা হয়েছে। গোপন খবরের ভিত্তিতে নগর গোয়েন্দা পুলিশ (বন্দর–পশ্চিম) অস্ত্রটি উদ্ধার করে।
পুলিশ জানিয়েছে, গত ৫ আগস্ট ছাত্র গণঅভ্যুত্থানে সরকার পতনের পর সিএমপির অন্যান্য থানার পাশাপাশি হালিশহর থানায়ও হামলা এবং ব্যাপক লুটতরাজ হয়। অস্ত্রশস্ত্র লুট করে নিয়ে যায় হামলাকারীরা। এসব অস্ত্রের বেশ কিছু পরবর্তীতে থানায় ফেরত দেয়া হয়েছে। র্যাব এবং পুলিশ বেশ কিছু অস্ত্র উদ্ধার করে।
হালিশহর থানা থেকে লুট করে নেয়া এই ধরনের একটি পিস্তল হালিশহর থানাধীন উত্তরা আবাসিক এলাকার বায়তুল আমান জামে মসজিদ সংলগ্ন খালি জায়গায় ঝোপের ভিতরে পরিত্যক্ত অবস্থায় পড়েছিল। গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ পরিদর্শক মোহাম্মদ জহির উদ্দীনের নেতৃত্বে পুলিশের একটি দল অস্ত্রটি উদ্ধার করে।