ঝুলন্ত সেতু হচ্ছে আলুটিলায়

পর্যটন সেবা বাড়তে নানা উদ্যোগ

খাগড়াছড়ি প্রতিনিধি | শুক্রবার , ২ এপ্রিল, ২০২১ at ৪:১৯ পূর্বাহ্ণ

খাগড়াছড়ির প্রধান পর্যটন কেন্দ্র আলুটিলা। দেশের অন্যতম প্রাকৃতিক সুড়ঙ্গও এখানে। তবে আলুটিলা পর্যটন কেন্দ্রকে ঢেলে সাজাতে এবার উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন। এখানে নির্মাণ করা হচ্ছে ঝুলন্ত সেতু। আলুটিলায় দুটি সুউচ্চ পাহাড়কে সংযুক্ত করে তৈরি করা হচ্ছে এই ঝুলন্ত সেতু। সেতুটির দৈর্ঘ্য প্রায় ১৮০ ফুট। বরাদ্দ দেয়া হয়েছে ৯০ লাখ টাকা।
খাগড়াছড়ি জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস জানান, আলুটিলা এই জেলার প্রধান পর্যটন কেন্দ্র। কিন্তু দীর্ঘদিন ধরে অবকাঠামোগত নানা সংকটের কারণে এখানে পর্যটন সেবা তেমন মিলত না। নতুন অবকাঠামো নির্মিত হওয়ায় পর্যটকদের মাঝে স্বস্তি ফিরেছে। পর্যটন কেন্দ্রের উন্নয়নে আরো কিছু উদ্যোগ নেওয়া হয়েছে। নির্মাণ করা হয়েছে কুঞ্জছায়া ভিউ পয়েন্ট। এছাড়া আলুটিলা পর্যটন কেন্দ্রে স্থাপন করা হচ্ছে দৃষ্টিনন্দন ঝুলন্ত ব্রিজ। এটি নির্মিত হলে আলুটিলা পর্যটন কেন্দ্রের দৃশ্যপট বদলে যাবে। পর্যটন কেন্দ্রের আর্কষণ বেড়ে যাবে অনেকগুণ।

পূর্ববর্তী নিবন্ধসীতাকুন্ডে বিদ্যুৎস্পৃষ্টে শিশুর মৃত্যু
পরবর্তী নিবন্ধস্কুল খোলা রেখে কোচিং!