ঝুঁকিপূর্ণ বসবাসরত ৩০ পরিবারকে আশ্রয়কেন্দ্রে পাঠালো প্রশাসন

জঙ্গল সলিমপুর

সীতাকুণ্ড প্রতিনিধি | শুক্রবার , ১১ আগস্ট, ২০২৩ at ৬:২৪ পূর্বাহ্ণ

সীতাকুণ্ডে পাহাড়ধসে প্রাণহানি এড়াতে ঝুঁকিপূর্ণভাবে বসবাসরত বাসিন্দাদের সরিয়ে নিতে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। এসময় অব্যাহত প্রচারণা ও মাইকিংয়ের পরও অনড় অবস্থানে থেকে পাহাড়ে ঝুঁকিপূর্ণভাবে বসবাসরত ৩০ পরিবারকে সরিয়ে আশ্রয় কেন্দ্রে নেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে উপজেলার সলিমপুর ইউনিয়নের জঙ্গল সলিমপুর পাহাড়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শাহাদাত হোসেনের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল আলম, সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফায়েল আহমেদ, সলিমপুর ইউপি চেয়ারম্যান সালাউদ্দিন আজিজ, সীতাকুণ্ড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা মো. নুরুল আলম দুলাল প্রমুখ।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ইউএনও মো. শাহাদাত হোসেন বলেন, টানা বর্ষণে পাহাড় ধসে প্রাণহানি এড়াতে ঝুঁকিপূর্ণভাবে বসবাসরত বাসিন্দাদের সরে যেতে তারা একাধিকবার মাইকিংয়ের মাধ্যমে প্রচারণা চালিয়েছেন। কিন্তু জঙ্গল সলিমপুরের পাহাড়ে অবৈধভাবে বসবাসরত বাসিন্দারা কেউ তা কর্ণপাত করেননি। তাই অপ্রীতিকর ঘটনা এড়াতে জোরপূর্বক ৩০টি পরিবারকে পাহাড় থেকে নামিয়ে স্থানীয় এসএম পাইলট স্কুলে সাময়িকভাবে নির্মিত আশ্রয়কেন্দ্রে নেওয়া হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রামে ভোট কেন্দ্রের খসড়া তালিকা জানা যাবে ১৬ আগস্ট
পরবর্তী নিবন্ধচট্টগ্রামে বন্যায় ক্ষতি ১৩৫ কোটি টাকা