মীরসরাই উপজেলার খৈয়াছড়া ঝর্ণায় ঝুঁকিপূর্ণ পাথর ও আস্তরণ অপসারণ করা হয়েছে। পরে গতকাল বুধবার বনবিভাগ দর্শনার্থীদের জন্য আনুষ্ঠানিকভাবে খুলে দেয় ঝর্ণাগুলো।
বন বিভাগের সংশ্লিষ্ট বারৈয়াঢালা রেঞ্জ কর্মকর্তা আশরাফুল আলম বলেন, খৈয়াছড়া ঝর্ণায় পাথর পড়ে প্রাণহানির ঘটনার পর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী গত শনিবার থেকে র্যাম্পিং টিম দ্বারা ঝুঁকিপূর্ণ পাথর অপসারণের কাজ চলে। এ জন্য পর্যটকদের কয়েকদিনের নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। গত বুধবার উক্ত কার্যক্রম সম্পন্ন করার আনুষ্ঠানিক ঘোষণা দেয়া হয়।
এ উপলক্ষে খৈয়াছড়া ঝর্না প্রবেশ এলাকায় আনুষ্ঠানিক ঘোষণাকালে উপস্থিত ছিলেন সহকারী বন সংরক্ষক হারুন অর রশিদ, বারৈয়াঢালা রেঞ্জ কর্মকর্তা আশরাফুল আলম, খৈয়াছড়া বিট কর্মকর্তা মামুনসহ ঝর্ণা সংশ্লিষ্ট বনকর্মীরা।
এসময় দর্শনার্থীদের উদ্দেশ্যে ঝর্ণায় ভ্রমণকালে স্থানীয় গাইডদের সহযোগিতা ও ঝর্ণা এলাকায় ঝুঁকিপূর্ণ পিচ্ছিল উঁচু স্থান সমূহে না উঠা, সাঁতার না জানলে পানির কূপগুলোতে না নামার পরামর্শ প্রদান করেন।