ঝুঁকিপূর্ণ কেন্দ্রে অতিরিক্ত বাহিনী, ভোটে বিশৃঙ্খলার সুযোগ নেই

ফটিকছড়িতে ভোট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়ে জেলা প্রশাসক

ফটিকছড়ি প্রতিনিধি | বুধবার , ২৮ জানুয়ারি, ২০২৬ at ১০:৩০ পূর্বাহ্ণ

সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষভাবে নির্বাচন সম্পন্ন করার লক্ষ্যে ফটিকছড়িতে ভোটগ্রহণকারী কর্মকর্তাদের সঙ্গে গতকাল মঙ্গলবার মতবিনিময় সভা করেছেন রিটার্নিং অফিসার ও চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। সভায় নির্বাচনের সার্বিক প্রস্তুতি, নিরাপত্তা ব্যবস্থা, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং সুষ্ঠু ভোটগ্রহণ নিশ্চিতকরণের বিষয়গুলো বিস্তারিতভাবে আলোচনা করা হয়। ভোটারদের নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগের পরিবেশ তৈরি করতে প্রশাসনের গৃহীত বিভিন্ন পদক্ষেপ তুলে ধরা হয়।

রিটার্নিং অফিসার বলেন, নির্বাচনকে সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে প্রশাসন সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছে। যেসব কেন্দ্র ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে, সেসব কেন্দ্রে অতিরিক্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হবে। গুরুত্বপূর্ণ কেন্দ্রে পুলিশের বডি ক্যামেরা ব্যবহার করে সার্বিক পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হবে, যাতে কোনো অনিয়ম বা বিশৃঙ্খলার সুযোগ না থাকে। ভোটাররা যেন নির্ভয়ে ও নির্বিঘ্নে ভোট দিতে পারেন, সে লক্ষ্যে প্রশাসন দৃঢ়ভাবে কাজ করছে।

সভায় সেনাবাহিনীর প্রতিনিধি মেজর সাদ বিন সাঈদ বলেন, নির্বাচনের সময় নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ সেনাবাহিনী প্রশাসনের সঙ্গে সমন্বয় করে দায়িত্ব পালন করবে। যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় আমরা সার্বক্ষণিক প্রস্তুত থাকব। শান্তিপূর্ণ পরিবেশ বজায় রেখে ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করাই আমাদের প্রধান লক্ষ্য।

পূর্ববর্তী নিবন্ধঅর্থ আত্মসাতের আরেক মামলায় এস আলম ও পি কে হালদারের বিচার শুরু
পরবর্তী নিবন্ধদেশেই তৈরি হবে ড্রোন