ঝুঁকিতে থাকা আফগান নারীদের ভিসা দেওয়ার ভাবনা যুক্তরাষ্ট্রের

| শুক্রবার , ৯ জুলাই, ২০২১ at ৭:৩০ পূর্বাহ্ণ

তালেবানের হামলার ঝুঁকিতে থাকা আফগানিস্তানের নারী রাজনীতিক, সাংবাদিক ও এনজিও কর্মীদের দ্রুত যুক্তরাষ্ট্রের ভিসা পাওয়ার পথ করে দেওয়ার বিষয়টি জো বাইডেনের প্রশাসন ভাবছে বলে জানিয়েছেন মার্কিন কর্মকর্তারা। খবর বিডিনিউজের।
চলতি মাসে মার্কিন সেনা প্রত্যাহারের পর আফগানিস্তান থেকে কয়েক হাজার মানুষকে সরিয়ে নেওয়ার পরিকল্পনার নীতিতে সুনির্দিষ্টভাবে ঝুঁকিতে থাকা নারী ও নারীদের নিয়ে কাজ করা ব্যক্তিদের জন্য সর্বোচ্চ দুই হাজার ভিসা যুক্ত করতে বিভিন্ন মানবাধিকার গোষ্ঠী বেশ কিছুদিন ধরেই যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ও হোয়াইট হাউসকে অনুরোধ করে আসছিল।
এখনকার পরিকল্পনায় যাদেরকে সরিয়ে নেওয়ার কথা ভাবা হচ্ছে তাদের মধ্যে আফগানিস্তানে থাকা বিদেশি সেনাদের সঙ্গে কাজ করা অনুবাদকর্মীরাও আছেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। মার্কিন এক কর্মকর্তা জানিয়েছেন, বাইডেন প্রশাসন কেবল ঝুঁকিতে থাকা নারীদেরই দ্রুত ভিসা পাওয়ার পথ করে দেওয়ার কথা ভাবছে না, তাদের ভাবনায় বিভিন্ন উচ্চ ঝুঁকিপূর্ণ পেশায় কর্মরত পুরুষ এবং সংখ্যালঘুরাও আছেন। দুই দশক আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের সেনা উপস্থিতির কারণে যে নারীরা নানান ক্ষেত্রে লাভবান হয়েছে; তারা, তাদের সহযোগী এবং তাদের নিয়ে কাজ করা ব্যক্তিদের নাম আফগানিস্তান থেকে দ্রুত সরিয়ে নেওয়াদের যে কোনো তালিকায় থাকা উচিত বলে হোয়াইট হাউস ও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়কে বলে আসছে মানবাধিকার সংগঠনগুলো।

পূর্ববর্তী নিবন্ধইরাক ও সিরিয়ায় মার্কিন সেনাদের ওপর হামলা
পরবর্তী নিবন্ধ৪০ লাখ মৃত্যুর দুঃখজনক মাইলফলকে বিশ্ব