পার্সিয়ান সন্তুরের আহ্বানে নয়, পাখির গুঞ্জনে ঘুম ছোটে…
ঘুমের ভেতর জেগেছিল ঊর্মিময় ঝিনুকের মন,
তোমরা জান না সে মন কতটা পর বা আপন।
ঝিনুক বা জেলিফিস দূর দেশে অমৃত খুঁজিয়া পার করে ক্লান্ত–বিরক্ত সময়
সে সময় হয়ত তুমিও জেগে থাক, আমারো তা মনে হয়।
শীত এলে কিছু পাখি দেশান্তরে ঘুরে, প্রেম ফোটে
বাতাসের পাহারায়। স্মৃতিগুলো সহাস্য ঢেউ মেখে
সাদা হতে চায় দেখে একা একা পুড়ে যাই।
হৃদয়ে পেরেক টুকে গেঁথে রাখি পাখি–মন্থনের ফেনা।
দূরাগত শতাব্দির মানুষেরা নিয়মে মুগ্ধতা না রেখেই
সে ফেনায় বীজাণু খুঁজিয়া শ্রান্ত হলে ছুটে যাবে
চোখের পলকে পুব থেকে পশ্চিমে নয়তো উত্তর–দক্ষিণে।
সে–সব আগামী গল্প–ঝিনুকের সুর বাতাসে মুদ্রণ করে
সুব্হ্–সাদিককালে প্রেমের মন্দিরে আমি তান্পুরা বাজিয়ে নিঃস্ব হতে চাই।