আনোয়ারার ঝিওরী সার্বজনীন জগদ্ধাত্রী পূজা উদযাপন পরিষদের সভা গত ৫ অক্টোবর দুর্জয় দত্তের সভাপতিত্বে ও অজয় দত্তের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন রকেট দত্ত, সবুজ দে, ক্লিন্টন দত্ত, রাজু দত্ত, অভয় দত্ত, জনি দত্ত, বিকাশ দত্ত, মাইকেল দত্ত, সাধন দত্ত, সম্রাট দে, স্নিগ্ধ দত্ত, অভিষেক দত্ত, বাপ্পা ঘোষ, জুয়েল দত্ত, অপরুপ দত্ত প্রমুখ। সভায় আসন্ন জগদ্ধাত্রী পূজা উপলক্ষে আগামী ২৯ অক্টোবর হতে তিনদিনব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠানমালার সিদ্ধান্ত গৃহিত হয়। সভায় সকলের সর্বসম্মতিক্রমে রকেট দত্তকে সভাপতি, অভয় দত্তকে সাধারণ সম্পাদক, রাজু দত্তকে অর্থ সম্পাদক, সাধন দত্তকে সহ–অর্থ সম্পাদক, ক্লিন্টন দত্তকে সাংগঠনিক সম্পাদক, জনি দত্তকে প্রচার সম্পাদক, বিকাশ দত্তকে ভাণ্ডাররক্ষক করে ২১ সদস্য বিশিষ্ট (২০২৫–২০২৬) জগদ্ধাত্রী পূজা উদযাপন পরিষদ গঠন করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।