নগরীর ইপিজেড থানার আকমল আলী ঘাট এলাকার একটি ঝাউবাগান থেকে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা একটি এয়ার পিস্তল উদ্ধার করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগ। গত মঙ্গলবার সন্ধ্যা ৭টা ১৫ মিনিটের দিকে এটি উদ্ধার করা হয়।
অভিযানটি পরিচালনা করেন মহানগর গোয়েন্দা (বন্দর–পশ্চিম) বিভাগের টিম–৫২। পুলিশ জানায়, গোপন সূত্রে খবর পেয়ে মহানগর গোয়েন্দা পুলিশের বন্দর–পশ্চিম বিভাগের সদস্যরা স্লুইচগেটের দক্ষিণ পাশের ঝাউবাগানে গিয়ে একটি ০.১৭৭ কেলিভার এয়ার পিস্তল উদ্ধার করে। ডিবির পক্ষ থেকে জানানো হয়েছে, উদ্ধার হওয়া অস্ত্রটি উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে আইনানুগ পদক্ষেপ প্রক্রিয়াধীন।