ঝাউতলা রেলক্রসিংয়ের দুর্ঘটনায় সেই ড্রাইভার আটক

আজাদী অনলাইন | বৃহস্পতিবার , ৯ ডিসেম্বর, ২০২১ at ১:৩৭ অপরাহ্ণ

নগরীর খুলশী থানাধীন ঝাউতলা এলাকায় রেলক্রসিংয়ে মিনিবাস-সিএনজিচালিত অটোরিকশা ও ডেমু ট্রেনের সংঘর্ষে তিনজন নিহতের ঘটনায় বাসচালক মো. শহিদুল আলমকে(৪৮) আটক করেছে র‌্যাপিড একশন ব্যাটালিয়ন (র‌্যাব-৭)।

আজ বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) দুপুরে এ কথা জানান র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (জনসংযোগ) ফ্লাইট লেফটেন্যান্ট নিয়াজ মোহাম্মদ চপল।

তিনি বলেন, বাসের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশা ও ডেমু ট্রেনের সংঘর্ষে কর্তব্যরত এক পুলিশ সদস্য সহ তিনজন নিহতের ঘটনায় চালক মো. শহিদুল আলমকে আটক করা হয়েছে।

এর আগে গত রবিবার (৫ ডিসেম্বর) সন্ধ্যায় পাহাড়তলী এলাকা থেকে ঝাউতলার গেটম্যান আশরাফুল আলমগীর ভূঁইয়াকে আটক করা হয়।

উল্লেখ্য, গত ৪ ডিসেম্বর শনিবার নগরীর ঝাউতলা এলাকায় রেলক্রসিংয়ে ডেমু ট্রেনের সাথে বাস ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে এক পুলিশ সদস্যসহ তিনজন নিহত ও ৬ জন আহত হন।

এ ঘটনায় পুলিশের পক্ষ থেকে তদন্ত কমিটি গঠন করা হয়। এছাড়াও ৫ সদস্যের পৃথক তদন্ত কমিটি গঠন করেছে রেলওয়ে পূর্বাঞ্চল। একইদিন রাতে রেলওয়ে পুলিশ বাদী হয়ে বাসচালকের নাম উল্লেখ করে মামলা করে।

পূর্ববর্তী নিবন্ধসাদার্ন ইউনিভার্সিটিতে করোনা সচেতনতায় বিজ্ঞাপন প্রতিযোগিতা
পরবর্তী নিবন্ধপ্রথম দিন ভ্যাকসিন পেলেন ৮শ কারাবন্দী